Namkhana Reptile : কুম্ভীরবিভ্রাট! নামখানার গ্রামে কুমির ঘুরে বেড়াতে দেখে তীব্র আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা

Last Updated:

ভরা বার্ষায় লোকালয়ে কুমির আতঙ্ক ছড়ালো এ বার। ঘটনাটি ঘটেছে নামখানা (Namkhana) এলাকার ফটিকপুর গ্রামে।

নামখানা: ভরা বার্ষায় লোকালয়ে কুমির আতঙ্ক ছড়ালো এ বার। ঘটনাটি ঘটেছে নামখানা (Namkhana)  এলাকার ফটিকপুর গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ এই গ্রামের একটি স্লুইসগেটের কাছে একটি বড় কুমির দেখতে পান গ্রামবাসীরা। ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে সন্ধ্যা নেমে আসায় আতঙ্কের পারদ আরও বাড়তে থাকে। গ্রামবাসীরা তড়িঘড়ি জাল এবং দড়ি নিয়ে কুমিরটিকে বাঁধার জন্য প্রস্তুত হন। খবর দেওয়া হয় বন দফতরে। পুরনো কোনও অভিজ্ঞতা না থাকায় কুমিরটিকে পাকড়াও করতে  যথেষ্ট বেগ পেতে হয় গ্রামবাসীদের। ঘণ্টাখানেকের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। তারপর কুমিরটিকে নিয়ে যাওয়া হয় বকখালি বনদপ্তরে।
advertisement
লোকালয়ে এভাবে কুমির ঢুকে পড়ায় যথেষ্ট আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা ৷ স্থানীয় বাসিন্দারা জানান, ‘‘ওই অঞ্চলে এর আগে এ ভাবে কখনও কুমির ঢুকতে দেখা যায়নি। এই প্রথমবার গ্রামের মধ্যে কুমির ঘুরে বেড়াতে দেখা গেল।’’ বনকর্মীরা সরীসৃপটিকে ধরে নিয়ে গেলেও আতঙ্কের ছাপ কাটছে না গ্রামবাসীদের ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Namkhana Reptile : কুম্ভীরবিভ্রাট! নামখানার গ্রামে কুমির ঘুরে বেড়াতে দেখে তীব্র আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement