Siliguri| Coronavirus: দেশে সংক্রমণ বাড়লেও জেলায় বাড়ছে সুস্থতার হার, স্বস্তিতে প্রশাসন

Last Updated:

Siliguri| Coronavirus: গত ২৪ ঘন্টায় ২২ জন সংক্রামিত হলেও, ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

#শিলিগুড়ি: ফের জেলাজুড়ে করোনা (coronavirus) সংক্রমণের গ্রাফ কমলো। এদিন জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই খবর। যার ফলে কার্যত স্বস্তিতে জেলা প্রশাসন। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দার্জিলিং (Darjeeling) জেলায় নতুন করে ২২ জন করোনা(coronavirus)   সংক্রমিতের হদিস মিলেছে। সেখানে গত ২৪ ঘন্টায় ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
এদিকে, শিলিগুড়ি (Siliguri) পুরনিগম এলাকায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ জন করোনায় সংক্রামিত হয়েছেন। অন্যদিকে, জলপাইগুড়ি (Jalpaiguri)  জেলার অধীনে থাকা ওয়ার্ডগুলির ৭ জন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এছাড়া দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে এক জন সংক্রামিত হলেও সুকনায় ৩ জন, কার্শিয়ংয়ে ৩ জন সংক্রমিত হয়েছে। এছাড়া সুখিয়াপোখরি, ফাঁসিদেওয়া ও বিজনবাড়িতে ২৪ ঘন্টায় নতুন করে কেউ সংক্রামিত হয়নি। তবে মিরিকে একজন ও তাকদহে ২ জন গত ২৪ ঘন্টায় সংক্রামিত হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় মাটিগাড়ায় (matigara)  ৫ জন, খড়িবাড়িতে এক জন ও নকশালবাড়িতে এক জন করোনায় সংক্রামিতে খোঁজ পাওয়া গিয়েছে।
advertisement
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে অনেকটাই বাড়ল করোনা সংক্রমণ। তবে বুধবারের তুলনায় কমেছে মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩,২৬৩ জন। মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৪০,৫৬৭ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ২,৩৫৮। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৩১,৩৯,৯৮১। মৃত্যু হয়েছে ৪,৪১,৭৪৯ জনের। সুস্থ হয়েছেন ৩,২৩,০৪,৬১৮ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৩,৯৩,৬১৪।
advertisement
advertisement
অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ (West Bengal)  রয়েছে সপ্তম স্থানে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৫৩,৯২৮। মৃত্যু হয়েছে ১৮,৫৩১ জনের। সুস্থ হয়েছেন ১৫,২৭,১০৯ জন। করোনা (coronavirus) অ্যাকটিভ কেস রয়েছে ৮,২৮৮।
ভাস্কর চক্রবর্তী
বাংলা খবর/ খবর/Local News/
Siliguri| Coronavirus: দেশে সংক্রমণ বাড়লেও জেলায় বাড়ছে সুস্থতার হার, স্বস্তিতে প্রশাসন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement