অভিনব রাখি উৎসবের আয়োজন! বৃহন্নলাদের হাতে রাখি পরাল শিলিগুড়ি ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি
- Published by:Pooja Basu
Last Updated:
২৫ জন বৃহন্নলাদের হাতে রাখি পরিয়ে একটি করে নতুন শাড়ি তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: 'হৃদয়ের বন্ধন - রাখিবন্ধন, ভালোবাসার বন্ধন - রাখিবন্ধন, সমাজের বন্ধন - রাখিবন্ধন'! এই মন্ত্র নিয়ে রবিবার বৃহন্নলাদের হাতে রাখি পরিয়ে দিনটি পালন করল শিলিগুড়ি ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। শহরের বাঘাযতীন পার্ক এলাকায় প্রায় ২৫ জন বৃহন্নলাদের হাতে রাখি পরিয়ে একটি করে নতুন শাড়ি তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
নামপ্রকাশে অনিচ্ছুক এক বৃহন্নলার কথায়, 'আমাদের সবাই ধুর ছাই করে। কেউ একটু ভাল ব্যবহার করে না। আজ রাকেশ ভাইরা আমাদের জন্য যা করল তা আগে কেউই করেনি।' অন্যদিকে, সংগঠনের পক্ষে রাকেশ দত্ত বলেন, 'আমি ছোটবেলা থেকেই দেখেছি সমাজে ওদের বাঁকা নজরে চাওয়া হয়। তাই আজকের দিনটি ওদের নামেই উৎসর্গ করলাম।'
advertisement
পাশাপাশি, এদিন বৃহন্নলাদের টিকাকরণ করানো হল দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের উদ্যোগে এবং বিডিও বিএমওএইচ রাজগঞ্জ ও শিলিগুড়ি ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায়। মোট ২৫জন বৃহন্নলাদের টিকাকরণ করা হয় এবং সম্পূর্ণ বিনামূল্যে করা হয় এই আয়োজন। সংগঠনের এহেন উদ্যোগ সাধুবাদ জানিয়েছে ওয়াকিবহাল মহল।
advertisement
রাকেশ বলেন, 'আমি উপলব্ধি করেছি যে কোভিডের টিকা নিয়ে ওঁদের মধ্যে এক ভীতি কাজ করছে। তাই দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরাম, বিডিও বিএমওএইচ রাজগঞ্জ ও আমাদের সংগঠন ওঁদের মধ্যে ভ্রান্ত ধারণা দূর করতে ও করোনা সচেতনতা আরও বাড়াতে এই টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়। বাড়িভাসা এলাকার ২৫জন বৃহন্নলাদের এদিন বিনামূল্যে টিকা দেওয়া হয়। মূলত প্রথম ডোজ দেওয়া হয়েছে। তাঁদের নজরদারিতে রাখা হবে। জ্বর বা কোনওরকম শারীরিক অসুস্থতা দেখা দিলে শিলিগুড়ি ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।'
advertisement
দ্বিতীয় ডোজের আয়োজন প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে রাকেশ বলেন, 'সবে তো প্রথম ডোজ দেওয়া হল। সরকারি নিয়ম মেনে সঠিক সময়ে দ্বিতীয় ডোজের ব্যবস্থাও সংগঠনের তরফে করা হবে।'
Location :
First Published :
August 23, 2021 9:11 AM IST
বাংলা খবর/ খবর/Local News/
অভিনব রাখি উৎসবের আয়োজন! বৃহন্নলাদের হাতে রাখি পরাল শিলিগুড়ি ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি