বিনামূল্যে হোমিপ্যাথি ক্যাম্প! উদ্যোগে রোটারী ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটন

Last Updated:

রোটারী ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটনের তরফে শুরু বিনামূল্যে হোমিপ্যাথি ক্যাম্প

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: জনস্বার্থে ফের একবার এগিয়ে এল রোটারী ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটন। শিলিগুড়ি শহরের জনতানগর স্পোর্টিং ক্লাবের সংযোগিতায় আর্থিকভাবে দুর্বল মানুষদের স্বাস্থ্য পরীক্ষার জন্য শুরু করা হয় বিনামূল্যে হোমিপ্যাথি ক্যাম্পের। এর আগেও রোটারী ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটন মানুষ ও পশুদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে। আয়োজন করেছে পশুদের জন্য অ্যাম্বুলেন্স, ক্ষুধার্থদের খাদ্য, ভ্যাকসিন। এমনকি গ্রীষ্মকালীন রক্তসংকট মেটাতে রক্তদান শিবিরের মতো বিভিন্ন কর্মসূচি শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের প্রান্তে প্রান্তে উদ্যোগ নিয়েছে রোটারী ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটন। ঠিক তেমনই এবারও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
সংগঠন সূত্রে খবর, প্রত্যেক রবিবার করে সকাল ৯টা - ১১টা পর্যন্ত শিলিগুড়ি শহরে চলবে এই ক্যাম্প। এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি পদে উপস্থিত শিলিগুড়ির সহকারী কমিশনার রাজেন ছেত্রী। পাশাপাশি রোটারী ক্লাবের তরফে সুনীল কুমার সিনহা এই উদ্যোগকে সাধুবাদ জানান।
এদিনের অনুষ্ঠানে রোটারী ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটনের তরফে উপস্থিত ছিলেন রাজেশ আগরওয়াল, মনীশ আগরওয়াল, সন্দীপ ঘোষাল, শিব শংকর সরকার, সঞ্জয় শর্মা, রাকেশ গর্গ, দেবাশীষ ঢালি, ভীম সেন গোয়েল, সঞ্জয় কুমার গুপ্ত, লীলাধর সারোগি, গোবিন্দ মিত্তল সহ প্রমুখরা।
advertisement
advertisement
এই বিষয়ে রোটারী ক্লাবের সম্পাদক (Secretary) জ্যোতি দে সরকার বলেন, 'রোটারী ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটন আরও এমন উদ্যোগ নিতে থাকবে। এমন দুর্যোগের দিনে আমরা সবাইকে এক হয়ে কোভিডের বিরুদ্ধে লড়তে হবে।'
অন্যদিকে, জনতানগর স্পোর্টিং ক্লাবের সভাপতি পিন্টু সাহা জানান, তারা রোটারী ক্লাবের এই প্রকার জনকল্যাণ মূলক কাজে সব সময় সমর্থন করবেন।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
বিনামূল্যে হোমিপ্যাথি ক্যাম্প! উদ্যোগে রোটারী ক্লাব অফ শিলিগুড়ি মেট্রোপলিটন
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement