দেশের সঙ্গে পাল্লা দিয়ে জেলায়ও বাড়ছে সংক্রমণ, অস্বস্তিতে জেলা প্রশাসন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
দেশের সঙ্গে পাল্লা দিয়ে জেলায়ও বাড়ছে সংক্রমণ, অস্বস্তিতে জেলা প্রশাসন
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: ফের জেলাজুড়ে করোনা সংক্রমণের গ্রাফ বাড়ল। বুধবার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই খবর। যার ফলে কার্যত অস্বস্তিতে জেলা প্রশাসন। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দার্জিলিং জেলায় ১২৪ জন করোনা সংক্রামিতের হদিস মিলেছে। সেখানে গত ২৪ ঘন্টায় ১১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
এদিকে, শিলিগুড়ি পুরনিগম এলাকায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৪ জন করোনায় সংক্রামিত হয়েছেন। অন্যদিকে, জলপাইগুড়ি জেলার অধীনে থাকা ওয়ার্ডগুলির ৩৮ জন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এছাড়া দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে ৭ জন, সুকনায় ২২ জন, কার্শিয়ংয়ে ৮ জন, মিরিকে ৯ জন, বিজনবাড়িতে ১৪ জন করোনা সংক্রামিতের খোঁজ মিলেছে। অন্যদিকে, তাকদহে ৬ জন ও সুখিয়াপোখরিতে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন সংক্রামিতে খোঁজ মিলেছে। এছাড়া মাটিগাড়ায় ১১ জন, খড়িবাড়িতে নতুন করে কেউ সংক্রামিত হয়নি, নকশালবাড়িতে ৬ জন ও ফাঁসিদেওয়ায় ৫ জন নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন।
advertisement
অন্যদিকে, দেশেও বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮,৭৮৬। মৃত্যু হয়েছে ১,০০৫ জনের। সুস্থ হয়েছেন ৬১,৫৮৮ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১৩,৮০৭।
advertisement
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০৪,১১,৬৩৪। মৃত্যু হয়েছে ৩,৯৯,৪৫৯ জনের। সুস্থ হয়েছেন ২,৯৪,৮৮,৯১৮ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৫,২৩,২৫৭।
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে সপ্তম স্থানে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৯৯,৭৮৩। মৃত্যু হয়েছে ১৭,৭০৮ জনের। সুস্থ হয়েছেন ১৪,৬১,৪৯০ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ২০,৫৮৫।
view commentsLocation :
First Published :
July 01, 2021 10:24 PM IST