২৪ ঘন্টায় দেশের সঙ্গে জেলাতেও কমল সংক্রমণের গ্রাফ, স্বস্তিতে জেলা প্রশাসন

Last Updated:

২৪ ঘন্টায় দেশের সঙ্গে জেলাতেও কমল সংক্রমণের গ্রাফ, স্বস্তিতে জেলা প্রশাসন

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: ফের জেলাজুড়ে করোনা সংক্রমণের গ্রাফ বাড়ল। এদিন জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই খবর। যার ফলে কার্যত অস্বস্তিতে জেলা প্রশাসন। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দার্জিলিং জেলায় ১১১ জন করোনা সংক্রামিতের হদিস মিলেছে। সেখানে গত ২৪ ঘন্টায় ১২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
এদিকে, শিলিগুড়ি পুরনিগম এলাকায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩২ জন করোনায় সংক্রামিত হয়েছেন। অন্যদিকে, জলপাইগুড়ি জেলার অধীনে থাকা ওয়ার্ডগুলির ৪৬ জন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এছাড়া দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে ২৪ ঘন্টায় নতুন করে কেউ সংক্রামিত হয়নি। তবে সুকনায় ১৯ জন, কার্শিয়ংয়ে ৭ জন, মিরিকে ১১ জন, বিজনবাড়িতে ৭ জন করোনা সংক্রামিতের খোঁজ মিলেছে। অন্যদিকে, তাকদহে ৯ জন ও সুখিয়াপোখরিতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন সংক্রামিতে খোঁজ মিলেছে। এছাড়া মাটিগাড়ায় ১৩ জন, খড়িবাড়িতে ৪ জন, নকশালবাড়িতে ৬ জন সংক্রামিত হয়েছেন। তবে ফাঁসিদেওয়ায় ২৪ ঘন্টায় নতুন করে করোনায় সংক্রামিতের খোঁজ পাওয়া যায়নি।
advertisement
অন্যদিকে, বৃহস্পতিবারের তুলনায় এদিন কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬,৬১৭। মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। সুস্থ হয়েছেন ৫৯,৩৮৪ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১৩,৬২০।
advertisement
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,০৪,৫৮,২৫১। মৃত্যু হয়েছে ৪,০০,৩১২ জনের। সুস্থ হয়েছেন ২,৯৫,৪৮,৩০২ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৫,০৯,৬৩৭।
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে সপ্তম স্থানে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,০১,২৮৪। মৃত্যু হয়েছে ১৭,৭৩৫ জনের। সুস্থ হয়েছেন ১৪,৬৩,৩৭৯ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ২০,১৭০।
বাংলা খবর/ খবর/Local News/
২৪ ঘন্টায় দেশের সঙ্গে জেলাতেও কমল সংক্রমণের গ্রাফ, স্বস্তিতে জেলা প্রশাসন
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement