রেড ভলেন্টিয়ারদের উদ্যোগে সেফ হোম তৈরি হল নদিয়ার মাজদিয়ায়

Last Updated:

বেশ কিছু জীবনদায়ী ওষুধ সরবরাহ করার মানবিক উদ্যোগ নিতেও দেখা গিয়েছে রেড ভলেন্টিয়ার্সদের

#নদিয়া: রেড ভলেন্টিয়ারদের উদ্যোগে সেফ হোম তৈরি হল নদীয়ার মাজদিয়ায়। শুধুমাত্র সেফ হোমই নয় রেড ভলেন্টিয়ার্সরা কোরোনাকালে বেশ কিছু সেবামূলক কাজে অংশ নিচ্ছেন বিভিন্ন এলাকায়। আক্রান্তদের সময় মতো হাসপাতালে ভর্তি করা থেকে শুরু করে অক্সিজেন সরবরাহ, এসব কিছুই নিজেদের সাধ্যমতো করে চলেছেন এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এর পাশাপাশি, বেশ কিছু জীবনদায়ী ওষুধ সরবরাহ করার মানবিক উদ্যোগ নিতেও দেখা গিয়েছে রেড ভলেন্টিয়ার্সদের।
ভলেন্টিয়ার্সদের সেবামূলক কাজে এবার নতুন সংযোজন হল এই সোফ হোমের মাধ্যমে। নিজেদের কার্যালয় ভবনে পাঁচ শয্যা বিশিষ্ট সেফ হোমটি তৈরি করে মানবিকতার নজির স্থাপন করল নদীয়ার মাজদিয়া এলাকার রেড ভলেন্টিয়ার্সরা। এছাড়াও তাদের তৈরি করা এই সেফ হোমে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের ব্যবস্থা রাখা থাকবে বলেও জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি, একজন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন, তার সবকিছুই মিলবে বলে জানানো হয়েছে। পাশাপাশি রেড ভলেন্টিয়ারদের পক্ষ থেকে মাজদিয়া বি এম ওএইচ এর কাছে তাদের এই সেফ হোমে কোভিড আক্রান্তদের পাঠানোর জন্য ও আবেদনও জানানো হয়েছে।
advertisement
রেড ভলেন্টিয়ারদের এই মানবিক উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন ওই এলাকার স্বাস্থ্য আধিকারিকেরা। বিপদের সময় তাদের পাশে পেয়ে একই রকম ভাবে খুশি ওই এলাকার সাধারণ বাসিন্দারাও। প্রসঙ্গত করোনা মোকাবিলায় একেবারে সামনের সারিতে থেকে বিপদগ্রস্ত মানুষের পাশে যেভাবে রেড ভলেন্টিয়ারদের দেখা যাচ্ছে তাতে বেশ খুশি স্থানীয়রা। সেফহোম তৈরি করে রেড ভলেন্টিয়ার্সরা একটি নজির গড়ল বলেই মনে করছেন এলাকার মানুষ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
রেড ভলেন্টিয়ারদের উদ্যোগে সেফ হোম তৈরি হল নদিয়ার মাজদিয়ায়
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
আবার রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা প্রায় ১৬ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলী সেতু
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement