শিল্প শহর হলদিয়ার কারখানার জলাশয়ে মডেল পেঙবা মাছ চাষ প্রকল্পের সূচনা

Last Updated:

কারখানার জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে মাছ চাষের উদ্যোগ

হলদিয়া:  শিল্প শহর হলদিয়া মৎস্য শিল্পে রাজ্যে এক অনন্য নজির করছে। শিল্প শহর হলদিয়ার কারাখানা চত্তরে রয়েছে বিভিন্ন জলাশয়। বন্দর শহর হলদিয়ায় মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য শিল্পের প্রসার বাড়ছে। হলদিয়া ব্লক মৎস্য দপ্তরের অভিনব উদ্যোগে মাছ চাষের প্রসারের পাশাপাশি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। মৎস্য দপ্তরের সহায়তায় যান্ত্রিক শিল্পের সঙ্গে জৈবিক শিল্পের মেল বন্ধন হল হলদিয়ায়।
শিল্প শহর হলদিয়ার এক কারখানার জলাশয়ে মনিপুরী পেংবা মাছের চারা ছাড়া হল। এদিন হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক কারাখানার জলাশয়ের জল মাটি পরীক্ষা করেন। কি প্রযুক্তি অবলম্বন করলে এই সব জলাশয়ে মাছের উৎপাদন করা যাবে সে বিষয়ে কারখানার আধিকারিকদের সঙ্গে আলোচনাও করেন।  কিছুদিন আগে হলদিয়ার বন্দিতা ভৌমিক নামের এক গৃহবধূ বাড়ির পুকুরে পেংবা মাছের চারা উৎপাদন করেছেন।  সেই পেংবা মাছের চারা কিনে নিয়ে কারখানার পুকুরে ছাড়া হল। মৎস্য অবমুক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন হলদিয়া এনার্জী লিমিটেড এর হেড সোমনাথ দত্ত,  হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু, হলদিয়া এনার্জি লিমিটেড এর আধিকারিক সুশোভন পাত্র, সত্যজিৎ গাঙ্গুলী সহ অন্যন্যরা।
advertisement
হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু বলেন, "কারাখানার জলাশয়ে মাছ চাষের মাধ্যমে জলাশয়ের সদ্ব্যাবহার করে মাছ চাষ করলে পরিবেশ ভালো থাকে এবং জলজ বাস্তুতন্ত্র সুরক্ষিত থাকে। এই বিষয়ে শিল্প এলাকার অন্যান্য কারখানাও যদি পরিকল্পিত উপায়ে লাগসই প্রযুক্তির মাধ্যমে মাছ চাষের উপযুক্ত জল পরীক্ষা করে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরামর্শ এর জন্য হলদিয়া ব্লক মৎস্য দপ্তরে যোগাযোগ করলে, প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।"
advertisement
advertisement
হলদিয়ার মৎস্য কর্মাধ্যক্ষ গোকুল মাজি বলেন, "প্রয়োজনীয় বিজ্ঞানসম্মত পরামর্শ দিয়ে শিল্প কারখানাকেই নিজস্ব জলাশয়ে নিজেদেরকেই মাছ চাষে উদ্ভুদ্ধ করে এক অভিনব উদ্যোগ গ্রহন করলো হলদিয়া ব্লক মৎস্য দপ্তর ।একি সঙ্গে হলদিয়া শিল্প কারখানার অন্যান্য কারখানার নিজস্ব জলাশয়ে মৎস্য দপ্তরের প্রযুক্তিগত সহযোগিতায় মাছ চাষ করার বার্তা দেওয়া হচ্ছে।"
হলদিয়া এনার্জি লিমিটেড এর আধিকারিক সত্যজিৎ গাঙ্গুলি বলেন, 'এর আগেও আমাদের বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মসূচীতে হলদিয়ার মৎস্য আধিকারিক সুমন বাবু মাছ চাষ বিষয়ে প্রশিক্ষনও দিয়েছেন। কারখানার পুকুরে মাছ চাষের প্রয়োজনীয় পরামর্শ সহ  কারখানা সংলগ্ন এলাকার গ্রামীন পুকুরেও মাছ চাষের বিভিন্ন পরামর্শও আমরা পেয়ে থাকি ওনার কাছে।'
বাংলা খবর/ খবর/Local News/
শিল্প শহর হলদিয়ার কারখানার জলাশয়ে মডেল পেঙবা মাছ চাষ প্রকল্পের সূচনা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement