অরণ্য সপ্তাহ সবুজের অভিযানে নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির সবুজ বাহিনী
- Published by:Piya Banerjee
Last Updated:
১৪ জুলাই অরন্য সপ্তাহের প্রথম দিন জাতীয় সড়কের ধারে পরিত্তক্ত জায়গায় চারা গাছ লাগানোর অভিযান হয়। এদিন সবুজ বাহিনীর উদ্যোগে এক হাজার ?
তমলুক: অরণ্য সপ্তাহে সবুজের অভিযানে নিমতৌড়ী তমলুক উন্নয়ন সমিতির সবুজবাহিনী। অরন্য সপ্তাহের অভিযান শুধু নয় সারা বছর ধরে চারাগাছ উৎপাদন, বিনামূল্যে বাড়ী বাড়ী চারা বিতরন, সরকারী বেসরকারী পোড়ো জায়গায় চারা লাগানো সাধারন মানুষের বাড়ী বাড়ী চারাগাছ পৌঁছে দিয়ে গাছ লাগাতে উদ্বুদ্ধ করা, পরিচর্যা, রক্ষনা-বেক্ষন সবুজবাহিনীর দৈনন্দিন কাজ।
১৪ জুলাই অরন্য সপ্তাহের প্রথম দিন জাতীয় সড়কের ধারে পরিত্তক্ত জায়গায় চারা গাছ লাগানোর অভিযান হয়। এদিন সবুজ বাহিনীর উদ্যোগে এক হাজারেরও বেশী ফল, ফুল, ছায়া নির্ভর গাছ লাগানো হয়। গাছ লাগানোর কাজে অংশগ্রহন করে সবুজবাহিনীর অদ্বৈত মাইতি, অনুপ সানকি, শ্রীকৃষ্ণ পাল, সৌমেন বাগ, রবীন্দ্রনাথ সংগ্রাম, ক্রান্তি, সুষমা, সোনা পাত্ররা।
advertisement
নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক যোগেশ সামন্ত বলেন, ১৪ জুলাই গাছ লাগানোর জন্য আামদের কাছে বিশেষ দিন বা বিশেষ সপ্তাহ নয়। আমরা সারা বছরই এই কাজ মানব সভ্যতার ভবিষ্যতের জন্য যত্নসহকারে করি। নির্মল ও দূষন মুক্ত প্রকৃতি গড়ে তোলা এবং এই কাজে সাধারন মানুষকে উদ্বুদ্ধ ও অংশগ্রহন করানো আমাদের উদ্দেশ্য। এবছর প্রায় ৩০ হাজার দুয়ারে চারাগাছ বিতরন, ৫ হাজার গাছ লাগানো হয়। এছাড়াও গত বছরের লাগানো গাছ যেখানে মারা গেছে সেখানে পুনরায় লাগানো, শহীদ মাতঙ্গিনী শিশু উদ্যানের চারপাশ ও স্মৃতি সৌধের সামনে পরিস্কার পরিচ্ছন্ন ও সৌন্দার্য্যায়নের কাজও এই সময় চলছে।আমরা মনে করি বিশ্ব উষ্ণায়ন, দূষণ, প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা রোধের বিকল্প গাছ, তাই গাছ ছাড়া জীবন বাঁচানো অসম্ভব। আর সেই বোধ থেকেই এই মানবিক দায়িত্ব পালনে আমাদের কর্মসূচী। সরকার ও প্রশাসনের সঙ্গে সঙ্গে সবাইকে এগিয়ে আসার আহ্বায়ন জানাই। সকলের সফল অংশগ্রহনে এই পৃথিবী হোক চির সবুজ হয়ে উঠুক। ধ্বনী-দরিদ্র সকল জাতীর মানুষের নিরাপদ আশ্রয়।
advertisement
advertisement
Saikat Shee
view commentsLocation :
First Published :
July 15, 2021 8:44 PM IST