#ময়না: পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের চংরা গ্রামের রায় পরিবারের বাসন্তী পুজোয় একটি অলৌকিকত্বের ছোঁয়া আছে৷ সাত পুরুষের এই পুজোর সঠিক সন তারিখ কারোরই জানা নেই। সকলে যেটা জানে বা বিশ্বাস করে, এই পুজোর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। কোনো এক সময় ময়নার বাহুবলীন্দ্র রাজ পরিবারের দাসি ফুলমনীর সঙ্গে রায় পরিবার বিবাহসম্বন্ধে আবদ্ধ হয়। সেই সূত্রে রাজ পরিবার থেকে দেওয়া হয় ৫০ বিঘা নিষ্কর জমি৷ সেই সময় থেকে বাসন্তী পুজোর সময় একটি শালগ্রাম শিলা রাজবাড়ি থেকে আসত৷ এখন তা পাকাপাকিভাবে থেকেই গেছে৷ সেই শালগ্রাম শিলাকে সামনে রেখে ও একটি পিতলের বাসন্তী মূর্তিকে নিয়ে রায় পরিবারের বাসন্তী পুজো আরম্ভ হয় ৷ কিন্তু বর্তমানে সেই শালগ্রাম শিলা, পিতলের মূর্তির সঙ্গে মৃন্ময়ী মায়ের মূর্তিকে একসঙ্গে রেখে পুজো করা হয়। তবে আগেকার দিনের সেই রায় বংশের পুরানো ঐতিহ্য বর্তমান।
রায় পরিবারের এই বাসন্তী পুজোকে কেন্দ্র করে একটি অলৌকিক কাহিনী এখন বিরাজ করছে এবং লোক মুখে প্রচার পেয়ে আসছে, যা জনশ্রুতি হয়ে আছে। রায় পরিবারের বংশধর তপন রায়, চিওরঞ্জন রায়, সোমনাথ রায় বলেন, বাসন্তী পুজোর শুরুর ১৫ দিন আগে থেকে রায় পরিবারের প্রতিষ্ঠিত দুটি পুকুরের মধ্যে যে কোন একটি থেকে হঠাৎই ঘট ভাঁড় ভাসতে দেখা যায় এবং সেই ভাঁড় অর্ধ ডুবন্ত অবস্থায় পুকুরের চারপাশে ঘুরতে থাকে৷ যা থেকে বাসন্তী মায়ের আগমনী বার্তা জানান দেয়। কোনো কোনো সময় মায়ের মূর্তির মাটি লেপনের সময়ও এই ঘট ভাঁড়কে ভাসতে দেখা যায়। সবাই এই ঘটনার প্রত্যক্ষদর্শী হতে পারে না। এই ভাবেই রায় পরিবারের বাসন্তী মায়ের পুজো চলে আসছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Basanti Puja, East Medinipur, Moyna, Purba medinipur