পূর্ব বর্ধমান: রেশন সামগ্রী পাচার করার অভিযোগ ডিলারের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান ভাতারের এওরা গ্রামের তুলসী রঞ্জন মুখার্জী নামে এক ডিলারের বিরুদ্ধে উঠল অভিযোগ। সব অভিযোগ অস্বীকার করেছেন তাঁর স্ত্রী। ঘটনার তদন্তে নেমেছে খাদ্য দপ্তরের আধিকারিকরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ডিলার রেশন সামগ্রী কম দিচ্ছেন। মাঝে মধ্যেই তিনি রেশনের চাল আটা অন্য জায়গায় বিক্রি করে দেন। এদিন ডিলার নিজে রেশন সামগ্রী মোটর ভ্যানে করে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। দেখতে পেয়ে স্থানীয়রা মোটর ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করে। চালক কোন সদুত্তর না দিতে পারায় খবর দেওয়া হয় ভাতার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে ভ্যান চালক তাপস বাগ ও রেশন ডিলার তুলসী রঞ্জন মুখার্জিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ১০ বস্তা চাল ও আট বস্তা আটা আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।স্থানীয় বাসিন্দা মিনতি হাজরা জানান, "তাঁর রেশন কার্ড থাকা সত্ত্বেও রেশন সামগ্রী পাননা। ডিলার তাকে সাফ জানিয়েছেন এই কার্ডে মাল নেই।" আর এক বাসিন্দা কাকলী ঘোষ জানান, " যখন যেমন ইচ্ছে ওই ডিলার রেশন সামগ্রী দেন। আমার পাওনা আট কেজি চাল ১২ কেজি গম। কিন্তু সব সময় এই পরিমাণে জিনিস পাই না। করোনার সময় ঠিকমত খেতে পাচ্ছি না তার উপর যদি এভাবে জিনিস কম দেয় কি করে খাবো আমরা।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bardhaman, Ration corruption