রেশন দুর্নীতি মাথাচাড়া দিচ্ছে পূর্ব বর্ধমানে, গ্রেফতার ডিলার

Last Updated:

রেশন সামগ্রী পাচার করার অভিযোগ ডিলারের বিরুদ্ধে। ভাতারের এওরা গ্রামে ডিলার তুলসী রঞ্জন মুখার্জীর বিরুদ্ধে উঠল অভিযোগ। 

পূর্ব বর্ধমান: রেশন সামগ্রী পাচার করার অভিযোগ ডিলারের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান ভাতারের এওরা গ্রামের তুলসী রঞ্জন মুখার্জী নামে এক ডিলারের বিরুদ্ধে উঠল অভিযোগ। সব অভিযোগ অস্বীকার করেছেন তাঁর স্ত্রী। ঘটনার তদন্তে নেমেছে খাদ্য দপ্তরের আধিকারিকরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ডিলার রেশন সামগ্রী কম দিচ্ছেন। মাঝে মধ্যেই তিনি রেশনের চাল আটা অন্য জায়গায় বিক্রি করে দেন। এদিন ডিলার নিজে রেশন সামগ্রী মোটর ভ্যানে করে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। দেখতে পেয়ে স্থানীয়রা মোটর ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করে। চালক কোন সদুত্তর না দিতে পারায় খবর দেওয়া হয় ভাতার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে ভ্যান চালক তাপস বাগ ও রেশন ডিলার তুলসী রঞ্জন মুখার্জিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ১০ বস্তা চাল ও আট বস্তা আটা আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
স্থানীয় বাসিন্দা মিনতি হাজরা জানান, "তাঁর রেশন কার্ড থাকা সত্ত্বেও রেশন সামগ্রী পাননা। ডিলার তাকে সাফ জানিয়েছেন এই কার্ডে মাল নেই।" আর এক বাসিন্দা কাকলী ঘোষ জানান, " যখন যেমন ইচ্ছে ওই ডিলার রেশন সামগ্রী দেন। আমার পাওনা আট কেজি চাল ১২ কেজি গম। কিন্তু সব সময় এই পরিমাণে জিনিস পাই না।  করোনার সময় ঠিকমত খেতে পাচ্ছি না তার উপর যদি এভাবে জিনিস কম দেয় কি করে খাবো আমরা।"
advertisement
এদিকে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান খাদ্য দপ্তরের আধিকারিক দয়াময় গোস্বামী।তিনি জানান, ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে উনি যদি সত্যিই অপরাধ করে থাকেন তাহলে উনি নিশ্চয়ই শাস্তি পাবেন। অন্যদিকে, ডিলারের  স্ত্রী বনশ্রী মুখার্জী জানান, আমার স্বামীকে ফাঁসানো হয়েছে উনি রেশন সামগ্রী বিক্রি করেননি। গ্রামে সাধারণ মানুষের কাছে এডিশনের সামগ্রী তিনি কিনেছিলেন সেটাই বিক্রি করতে যাচ্ছিলেন।
advertisement
advertisement
উল্লেখ্য, রেশন দুর্নীতিকে কেন্দ্র করে বাম আমলে  উত্তেজনা ছড়িয়েছিল পূর্ব বর্ধমানে। জেলার সীমান্তবর্তী এলাকায় রেশন দুর্নীতি নিয়ে আন্দোলন শুরু হয় সেই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে সর্বত্র। যা তৎকালীন সরকারের  পতনের এক অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এই ঘটনাকে উস্কে দিয়ে ফের পূর্ব বর্ধমানে মাথাচাড়া দিচ্ছে রেশন দুর্নীতি।
Malobika Biswas
বাংলা খবর/ খবর/Local News/
রেশন দুর্নীতি মাথাচাড়া দিচ্ছে পূর্ব বর্ধমানে, গ্রেফতার ডিলার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement