মাউন্ট ইউনামের শিখরে মেমারির রাজা ওরফে মহম্মদ নওয়াজ

Last Updated:

মাউন্ট ইউনাম জয় করলেন পূর্ব বর্ধমান জেলার মেমারী পুরসভার বাসিন্দা রাজা। মহম্মদ নওয়াজ এলাকায় পরিচিত রাজা নামেই। তার এই অদম্য ইচ্ছে

#পূর্ব বর্ধমান :  আমরা করবো জয় , নিশ্চয় - এই প্রতিজ্ঞাকে সম্বল করেই রীতিমত সাহসিকতার পরিচয় দিয়ে হিমাচল প্রদেশের মাউন্ট ইউনাম জয় করলেন পূর্ব বর্ধমান জেলার মেমারি পুরসভার বাসিন্দা মহম্মদ নওয়াজ ওরফে রাজা। মাউন্ট এভারেস্ট জয়ী মলয় মুখোপাধ্যায়ের অভিজ্ঞতাকে সম্বল করে এই অভিযানে ২০ জনের টিমের অন্যতম সদস্য ছিলেন রাজাও।
করোনা অবহের মধ্যেই যখন সবাই ঘরবন্দি, নেট দুনিয়াতে ঘোরাফেরা করে সময় কাটাতে ব্যস্ত, সেই সময় মেমারির এই যুবক সোস্যাল নেটওয়ার্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে ছুটে ছিলেন হিমালয় পর্বতমালার মাউণ্ট ইউনাম শৃঙ্গ জয় করার জন্য। যদিও এই লক্ষ্যে এগিয়ে যাওয়াটা ছিল এককথায় বেশ কঠিন। শেষমেশ শৃঙ্গ জয় করে এসেছেন  মহম্মদ নওয়াজ ওরফে রাজা। তার এই অদম্য ইচ্ছেশক্তিকে কুর্নিশ জানিয়েছেন প্রতিবেশী থেকে এলাকার সকলেই। খুশি হয়েছেন আত্মীয়-স্বজনরা।
advertisement
গত ১৬ জুলাই থেকে শুরু হয় তাঁর অভিযান। শুরুতে অভিযানে ২০ জন ছিলেন। ধীরে ধীরে কমতে থাকে সংখ্যা যত এগিয়ে চলে অভিযান দল। শেষ পর্যন্ত দলের ১০ জন এই অভিযান  সফল করতে পেরেছেন। স্বাভাবিকভাবেই সফল এই ১০ জনের নামের  মধ্যে নিজের নাম দেখে বেশ ভালো লাগছে বলে জানান রাজা। তাঁর কথায়, এই যাত্রাপথের অভিজ্ঞতা ছিল রোমাঞ্চকর , সমস্যা ছিল অনেক। সব কিছুকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া একটু কঠিন ছিল।  বিশেষ করে করোনা পরিস্থিতিতে এই শৃঙ্গ জয় মোটেই সহজ ছিল না। তাও শেষমেশ পেরেছি এটাই ভালো লাগছে।
advertisement
advertisement
কথার মাঝে মাউন্ট এভারেস্ট জয়ী মলয় মুখোপাধ্যায়ের নেতৃত্বেই যে তিনি সফলতা পেয়েছেন তা স্বীকার করতে ভোলেননি তিনি। পাশাপাশি এভারেস্ট জয়ী মলয় মুখোপাধ্যায়ের অভিজ্ঞতার প্রশংসা করেছেন তিনি ।
এই সফলতা যে আগামীদিনে আরও সুউচ্চ পর্বত শৃঙ্গ জয়ের অনুপ্রেরণা জোগাবে রাজাকে তাতে কোনও সন্দেহ নেই।
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/Local News/
মাউন্ট ইউনামের শিখরে মেমারির রাজা ওরফে মহম্মদ নওয়াজ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement