আত্মরক্ষার্থে বাড়ছে ক্যারাটের জনপ্রিয়তা
- Published by:Piya Banerjee
Last Updated:
Purba Bardhaman: জাপান ক্যারাটে এ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন ইন্ডিয়ার উদ্যোগে ক্যারাটে প্রশিক্ষন। কালিবাজার ক্যারাটে সেন্টারে আয়োজিত হল ।
#পূর্ব বর্ধমান: বর্তমান সমাজে আত্মরক্ষা জরুরী হয়ে পড়েছে সকলের। সে দিক থেকে ক্যারাটে একটা মোক্ষম উপায় আত্মরক্ষা করার। যে কোনো বিপদের সময় নিজেকে রক্ষা করার ক্ষেত্রে ক্যারাটের জুড়ি মেলা ভার। অতীতে ক্যারাটের প্রচলন ছিল না বললেই চলে। শহর কলকাতার নামী দামী জায়গাতেই ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হত। তবে বর্তমানে শহর কলকাতার পাশাপাশি শহরতলিতেও ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছেলে মেয়েদের উৎসাহিত করতে ক্যারাটে প্রশিক্ষণ শিবির আয়োজন করা হচ্ছে সর্বত্র। সে মতই ক্যারাটে সেমিনার হল পূর্ব বর্ধমানে (Purba Bardhaman)।
জাপান (japan) ক্যারাটে এ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন ইন্ডিয়ার বর্ধমান শাখার উদ্যোগে বর্ধমানের কালিবাজার ক্যারাটে সেন্টারে হল ক্যারাটে প্রশিক্ষণ শিবির। এক দিনব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হল এদিন। উপস্থিত ছিলেন,জাপান ক্যারাটে এ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন ইন্ডিয়ার টেকনিক্যাল কমিটির সদস্য দিব্যেন্দু মন্ডল। সংস্থার বর্ধমান ক্যারাটে সেন্টারের প্রশিক্ষক চন্দন সরকার সহ অন্যান্যরা। কোভিড প্রোটোকল মেনেই হয় সেমিনার। বেল্ট এর শ্রেনিবিন্যাস অনুযায়ী চারটি গ্রুপে ভাগ করে এই সেমিনার হয়। পূর্ব ও পশ্চিম বর্ধমানের (Purba Bardhaman) বিভিন্ন প্রান্ত থেকে ক্যারাটে শিক্ষার্থীরা আসেন। সকাল নটায় থেকে বিকাল চার টে পর্যন্ত চলে প্রশিক্ষন।
advertisement
করোনার (coronavirus) জেরে দীর্ঘদিন ক্যারাটের ট্রেনিং বন্ধ ছিল। বেশিরভাগ ছাত্রছাত্রীই অনলাইনে ট্রেনিং করছিলেন। তবে দীর্ঘদিন পর আজ জাপান ক্যারাটে এ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশনের ট্রেনারদের কাছে প্রশিক্ষণ নিতে পেরে উৎসাহিত হয়েছেন ছাত্রছাত্রীরা। এনিয়ে প্রশিক্ষক চন্দন সরকার বলেন, 'কোভিড প্রটোকল মেনে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী দিনেও এরকম প্রশিক্ষণ দেওয়া হবে।'
advertisement
পাশাপাশি জাপান ক্যারাটে এ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন ইন্ডিয়ার সদস্য দিব্যেন্দু মন্ডল বলেন, অনেকদিন পর ছাত্র-ছাত্রীরা প্রশিক্ষণ পেয়ে বেশ উৎসাহ। আমাদেরও ভালো লাগছে দীর্ঘদিন পর এভাবে প্রশিক্ষণ দিতে। আমাদের অবশ্যই করণাভিরুস নিয়ে চলতে হবে। তাই প্রশিক্ষণ দেওয়া হল সব রকম করো না বিধি মেনেই।
advertisement
এভাবেই একদিন ব্যাপী ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের কাজ সম্পন্ন হয়। প্রশাসনের তরফ থেকে মহিলাদের আত্মরক্ষার জন্য ক্যারাটেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই ক্যারাটে প্রশিক্ষণের জনপ্রিয়তা দ্বিগুণ বেড়ে গিয়েছে। শুধু মহিলা নয় এখন মহিলা পুরুষ সকলেই আত্মরক্ষায় বিশেষ নজর দিচ্ছেন ক্যারাটের উপর।
Malobika Biswas
view commentsLocation :
First Published :
September 01, 2021 9:03 PM IST