Bangla news: বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির মঙ্গলকোটে, খুশি স্থানীয়রা

Last Updated:

Bangla news: বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হল মঙ্গলকোটে। ঝিলু এক নং গ্রাম পঞ্চায়েতের অফিসে হল স্বাস্থ্য পরীক্ষা শিবির।

#পূর্ব বর্ধমান : টাকা পয়সার অভাবে অনেকেই পাননা সঠিক চিকিৎসা। অনেকেই নিজের পকেটের কথা চিন্তা করে হাসপাতালের দরজায় যেতেই ভয় পান (bardhaman news) । এভাবেই নিজেদের অজান্তেই অনেক আক্রান্ত হন কঠিন রোগে। রোগগ্রস্ত হয়ে অনেকে মারাও যান অকালে । সেই সব দুঃস্থ মানুষদের কথা মাথায় রেখে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল
পূর্ব বর্ধমান জেলার  মঙ্গলকোট ঝিলু এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। বেঙ্গল ফেথ হাসপাতালের উদ্যোগেই হল(bardhaman news) এই স্বাস্থ্য পরীক্ষা শিবির । বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে খুশি হয়েছেন এলাকার মানুষজন।
এদিন প্রায় ১৫০ জন দুঃস্থ মানুষকে দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা । মূলত এদিন করা হয় ই.সি.জি, সি.বি. জি, মাপা হয় ব্লাড প্রেসার , সুগার ইত্যাদি।
advertisement
advertisement
এনিয়ে ঝিলু এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান(bardhaman news) হায়দার সাফি জানান, " লকডাউন এর জেরে মানুষ বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে যেতে পারছেন না। সেই কারণে গ্রামের সাধারণ মানুষের কথা চিন্তা করে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হল। এলাকার মানুষের ভালই সাড়া। আগামীতে আবারও এই গ্রাম পঞ্চায়েতের বিনামূল্যে চিকিৎসার ব্যাবস্থা করা হবে। "
advertisement
স্থানীয় বাসিন্দাদের মুকুর সেন, হাসিনা বিবিরা বলেন, আমরা খুব খুশি । এভাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার ব্যাবস্থা করে আমাদের মতো দুঃস্থদের অনেক উপকার করেছে পঞ্চায়েতের সদস্যরা(bardhaman news) । এছাড়াও তাঁরা ধন্যবাদ জানান বেঙ্গল ফেথ হাসপাতালের সদস্যদের। এরকম বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির যাতে গ্রামে আবারও হয় তার জন্য অনুরোধ করেন তাঁরা।
advertisement
সাধারণতত আমরা কেউই স্বাস্থ্য পরীক্ষার দিকে নজর দিই না । বড় কোনও রোগ ব্যাধি বাঁধলে ছুটো ছুটি করি আমরা(bardhaman news)। এছাড়াও করোনা আবহে বহু মানুষ চিকিৎসা করাতে যেতে পারেননি দূর-দূরান্তে । ফলে এভাবে যদি সর্বত্র বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয় তাহলে উপকৃত হবেন সাধারণ মানুষ।
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Bangla news: বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির মঙ্গলকোটে, খুশি স্থানীয়রা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement