সেনাবাহিনীতে চাকরি পাইয়েদেওয়ার নামে প্রতারণা বুদবুদে 

Last Updated:

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা। মোটা অংকের টাকা হাতানোর ছক করেছিল অভিযুক্তরা।

পূর্ব বর্ধমান: সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা। ঘটনায় আটক দুই। অশোক বার এবং বাবলু দত্ত নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বুদবুদ থানার পুলিশ। ধৃত দের মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা অশোক। গাড়ির চালক বাবলু  মানকরের বাসিন্দা।  বুদবুদ থানার পুলিশ সূত্রে খবর, সেনাবাহিনীর চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দীনেশকে অভিযুক্ত অশোক বার ও বাবলু দত্ত পানাগড় সেনাছাউনির এক নম্বর গেটের সামনে নিয়ে এসে। অশোক ও বাবলু দীনেশ কে নিয়ে ঘোরাঘুরি করতে  থাকে। সেনা জওয়ানদের সন্দেহ হলে তাঁরা পানাগড় সেনা ছাউনির গোয়েন্দা দপ্তরকে বিষয়টি জানায়। পানাগড় সেনা ছাউনির আধিকারিকরা এবং সেনা গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে তাদেরকে বুদবুদ থানার আধিকারিকদের গতে তুলে দেওয়া হয়।
অশোক বার ও গাড়িচালক বাবলু দত্তকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ  জানতে পারেন দীনেশ সাহানি নামের ওই যুবককে সেনাবাহিনীর গার্ডের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে  সেনাবাহিনীর নকল ডিপেন্ড কার্ড বানিয়ে দেওয়া হয়। এমনকি সেনায় চাকরি করার জন্য বন্ড পেপারেও সই করানো হয়। সেই  দীনেশ সাহানিকে জানানো হয় তাঁর চাকরি পাকা হয়ে গেছে। মঙ্গলবার চাকরির স্থান পরিদর্শনের নাম করে দীনেশকে পানাগড় সেনা ছাউনির এক নম্বর গেটের সামনে নিয়ে আসা হয়।
advertisement
জানা গেছে, দীনেশ সাহানি উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা। কোলকাতায় রাজারহাটে তার মামার বাড়ি রয়েছে। মামার বাড়ি আসা যাওয়ার সূত্রে দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ার বাসিন্দা পীযূষ কান্তি ঘড়াই এর সঙ্গে তাঁর পরিচয় হয়। সেখানে দীনেশ সাহানিকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে মোটা অংকের রফা হয়। কথা ছিল চাকরিতে যোগ দেওয়ার পরই মোটা অংকের টাকা দেবে দীনেশ সাহানি।সেইমতো দীনেশ সাহানিকে কাজের জায়গা দেখানোর জন্য পীযুষ কান্তির সাগরেদ অশোক বার কোলকাতা থেকে বুদবুদে দীনেশ সাহানিকে নিয়ে এসে বুদবুদের এক প্রাক্তন সেনা কর্মীর গাড়ি ভাড়া করে পানাগড় সেনা ছাউনির গেটের সামনে নিয়ে আসে। পানাগড় সেনা ছাউনির আধিকারিকরা ও সেনা ছাউনির গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা অশোক বার ও গাড়ির চালক বাবলু দত্তকের বুদবুদ থানার পুলিশের হাতে তুলে দেয়। ইতিমধ্যেই বুদবুদ থানায় দীনেশ সাহানি প্রতারণার অভিযোগ দায়েরও করেছেন।  অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
এই চক্রের সঙ্গে আর কেউ  কারা জড়িত আছে তা জানতে ঘটনার তদন্তে নেমেছে বুদবুদ থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
সেনাবাহিনীতে চাকরি পাইয়েদেওয়ার নামে প্রতারণা বুদবুদে 
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement