Suvendu Adhikari|| শুভেন্দুর সঙ্গে না যাওয়ার পুরস্কার! বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্কের নতুন চেয়ারম্যান প্রদীপ পাত্র

Last Updated:

Bangla News: অবশেষে পেলেন দলীয় আনুগত্যের পুরস্কার। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হয়েও শুভেন্দু'র সঙ্গে দলত্যাগ করেননি। তাই, দল তাঁকে শুভেন্দু'র মর্যাদাপূর্ণ 'আসন' এ বসালো।

নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন অন্যান্যদের
নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন অন্যান্যদের
#মেদিনীপুর: শুভেন্দু'র সঙ্গে না গিয়েই পেলেন শুভেন্দু'র জায়গা। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্কের নতুন চেয়ারম্যান প্রদীপ পাত্র। অবশেষে পেলেন দলীয় আনুগত্যের পুরস্কার। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হয়েও শুভেন্দু'র সঙ্গে দলত্যাগ করেননি। তাই, দল তাঁকে শুভেন্দু'র মর্যাদাপূর্ণ 'আসন' এ বসালো। জেলা শহর মেদিনীপুরে অবস্থিত বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক (VCCB) এর চেয়ারম্যান পদে শুভেন্দু অধিকারী'র স্থলাভিষিক্ত হলেন প্রদীপ পাত্র। এতদিন তিনি ছিলেন ব্যাংক পরিচালন সমিতির (বোর্ডের) সম্পাদক পদে। প্রদীপ তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদেও আছেন।
অন্যদিকে, মেদিনীপুর শহর সংলগ্ন মোহনপুর পঞ্চায়েত সমিতির সদস্যও তিনি। সোমবার বোর্ডের অন্যান্য সদস্যরা সর্বসম্মতিক্রমে প্রদীপ-কে চেয়ারম্যান হিসেবে বরণ করে নেন। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে তাঁকে স্বাগত জানান তৃণমূলের মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা। সুজয় জানিয়েছেন, "স্থায়ী চেয়ারম্যানের অভাবে ব্যাংকের কাজ সঠিকভাবে হচ্ছিল না। তাই, যোগ্য ব্যক্তিকেই চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা আশা করছি, প্রদীপ বাবুর নেতৃত্বে পশ্চিম মেদিনীপুর জেলার সর্বাধিক গুরুত্বপূর্ণ এই সমবায় ব্যাংক সাফল্যের সাথে এগিয়ে যাবে। উপকৃত হবেন সমবায় আন্দোলনের শরিক কৃষক-শ্রমিক সহ আপামর জনসাধারণ।"
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত প্রদীপ ছিলেন এই কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সরকার মনোনীত সদস্য পদে।‌ হয়েছিলেন ব্যাংক পরিচালন সমিতির সম্পাদকও। সেই সময় শুভেন্দু অধিকারী ছিলেন চেয়ারম্যান এবং সন্দীপ ঘোষ ছিলেন ভাইস চেয়ারম্যান। গত সেপ্টেম্বর মাসে অনাস্থা প্রস্তাব নিয়ে এসে ব্যাংক পরিচালন সমিতির বাকি ১৪ জন সদস্যই শুভেন্দু-কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। গত ২ মাস ধরে অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন সন্দীপ ঘোষ। সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের তরফে স্থায়ী চেয়ারম্যান হিসেবে প্রদীপ পাত্র-কেই বেছে নেওয়া হয়। এরপরই, জেলা নেতৃত্বের নির্দেশে বোর্ড মেম্বাররা সর্বসম্মতিক্রমে প্রদীপ পাত্র'কে চেয়ারম্যান মনোনীত করেন। প্রদীপ পাত্র জানান, "বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। তাঁর সৈনিক হিসেবে সাধারণ মানুষের স্বার্থে এই সমবায় ব্যাংককে সাফল্যের সাথে এগিয়ে নিয়ে যেতে চাই।"
advertisement
বাংলা খবর/ খবর/Local News/
Suvendu Adhikari|| শুভেন্দুর সঙ্গে না যাওয়ার পুরস্কার! বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্কের নতুন চেয়ারম্যান প্রদীপ পাত্র
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement