উপহার নতুন বেহালা, ভবঘুরে বৃদ্ধ গানওয়ালা বেহালাশিল্পীকে সংবর্ধনা নগরপালের

Last Updated:

পথআশ্রয়ী বেহালাবাদকের হাতে এ বার নতুন বেহালা ৷ তুলে দিলেন নগরপাল সৌমেন মিত্র (Soume Mitra) ৷ বাদ্যযন্ত্র উপহার দেওয়ার পাশপাশি বৃদ্ধ ভগবান মালিকে (Bhagaban Mali) সোমবার লালবাজারে সংবর্ধিতও করা হয় ৷

কলকাতা : পথআশ্রয়ী বেহালাবাদকের হাতে এ বার নতুন বেহালা ৷ তুলে দিলেন নগরপাল সৌমেন মিত্র (Soumen Mitra) ৷ বাদ্যযন্ত্র উপহার দেওয়ার পাশপাশি বৃদ্ধ ভগবান মালিকে (Bhagaban Mali) সোমবার লালবাজারে সংবর্ধিতও করা হয় ৷ এই মর্মে পোস্ট করা হয়েছে কলকাতা পুলিশের ফেসবুক পাতায় ৷
পাশাপাশি, জানানো হয়েছে গত সপ্তাহে তিনি সংবর্ধিত হয়েছেন কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং উইং এবং এক স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে ৷
advertisement
গত কয়েক মাস ধরে কলকাতার রাজপথই ঠিকানা প্রতিভাবান শিল্পী ভগবান মালির ৷ ভিন জেলা থেকে তিনি সস্ত্রীক এ শহরে এসেছিলেন আসন্নপ্রসবা মেয়েকে নিয়ে ৷ তার পর লকডাউন পরিস্থিতিতে আটকে পড়েছেন ৷ শত দুঃসময়েও তাঁকে ছেড়ে যায়নি পুরনো সঙ্গী বেহালা এবং তাঁর সুর, তাল, লয় ও ছন্দ ৷
advertisement
অন্নসংস্থানের জন্য কলকাতার পথেই বেহালায় ছড় টেনে সুর তোলেন ভগবান মালি ৷ গিরিশ পার্ক এলাকায় পথের ধারেই তাঁর সংসার ৷ তাঁর বেহালায় চেনা গানের সুরে মুগ্ধ নেটিজেন একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ফেসবুকে ৷ তার পর তা ছড়িয়ে পড়ে ৷ প্রৌঢ়র কাছে ইতিমধ্যেই সাহায্য পৌঁছে দিয়েছেন শিল্পী রূপম ইসলাম এবং বিধায়ক রাজ চক্রবর্তী ৷
advertisement
খোলা আকাশের নীচে গানওয়ালার কাছ থেকে আরও সুর শুনতে চায় তিলোত্তমা ৷ নাগরিক কবিয়ালের গানে আমাদের ‘ছেলেবেলার বেহালা বাজানো লোকটার’ মতো তাঁকে হারিয়ে যেতে দিতে চায় না এই শহর ৷ অতিমারির এই ধূসর ফাটকাবাজিতে স্বপ্নের নীলকণ্ঠ পাখির খোঁজ পেতে চায় তাঁর বেহালার সুরেই ৷
view comments
বাংলা খবর/ খবর/Local News/
উপহার নতুন বেহালা, ভবঘুরে বৃদ্ধ গানওয়ালা বেহালাশিল্পীকে সংবর্ধনা নগরপালের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement