উপহার নতুন বেহালা, ভবঘুরে বৃদ্ধ গানওয়ালা বেহালাশিল্পীকে সংবর্ধনা নগরপালের

Last Updated:

পথআশ্রয়ী বেহালাবাদকের হাতে এ বার নতুন বেহালা ৷ তুলে দিলেন নগরপাল সৌমেন মিত্র (Soume Mitra) ৷ বাদ্যযন্ত্র উপহার দেওয়ার পাশপাশি বৃদ্ধ ভগবান মালিকে (Bhagaban Mali) সোমবার লালবাজারে সংবর্ধিতও করা হয় ৷

কলকাতা : পথআশ্রয়ী বেহালাবাদকের হাতে এ বার নতুন বেহালা ৷ তুলে দিলেন নগরপাল সৌমেন মিত্র (Soumen Mitra) ৷ বাদ্যযন্ত্র উপহার দেওয়ার পাশপাশি বৃদ্ধ ভগবান মালিকে (Bhagaban Mali) সোমবার লালবাজারে সংবর্ধিতও করা হয় ৷ এই মর্মে পোস্ট করা হয়েছে কলকাতা পুলিশের ফেসবুক পাতায় ৷
পাশাপাশি, জানানো হয়েছে গত সপ্তাহে তিনি সংবর্ধিত হয়েছেন কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং উইং এবং এক স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে ৷
advertisement
গত কয়েক মাস ধরে কলকাতার রাজপথই ঠিকানা প্রতিভাবান শিল্পী ভগবান মালির ৷ ভিন জেলা থেকে তিনি সস্ত্রীক এ শহরে এসেছিলেন আসন্নপ্রসবা মেয়েকে নিয়ে ৷ তার পর লকডাউন পরিস্থিতিতে আটকে পড়েছেন ৷ শত দুঃসময়েও তাঁকে ছেড়ে যায়নি পুরনো সঙ্গী বেহালা এবং তাঁর সুর, তাল, লয় ও ছন্দ ৷
advertisement
অন্নসংস্থানের জন্য কলকাতার পথেই বেহালায় ছড় টেনে সুর তোলেন ভগবান মালি ৷ গিরিশ পার্ক এলাকায় পথের ধারেই তাঁর সংসার ৷ তাঁর বেহালায় চেনা গানের সুরে মুগ্ধ নেটিজেন একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ফেসবুকে ৷ তার পর তা ছড়িয়ে পড়ে ৷ প্রৌঢ়র কাছে ইতিমধ্যেই সাহায্য পৌঁছে দিয়েছেন শিল্পী রূপম ইসলাম এবং বিধায়ক রাজ চক্রবর্তী ৷
advertisement
খোলা আকাশের নীচে গানওয়ালার কাছ থেকে আরও সুর শুনতে চায় তিলোত্তমা ৷ নাগরিক কবিয়ালের গানে আমাদের ‘ছেলেবেলার বেহালা বাজানো লোকটার’ মতো তাঁকে হারিয়ে যেতে দিতে চায় না এই শহর ৷ অতিমারির এই ধূসর ফাটকাবাজিতে স্বপ্নের নীলকণ্ঠ পাখির খোঁজ পেতে চায় তাঁর বেহালার সুরেই ৷
view comments
বাংলা খবর/ খবর/Local News/
উপহার নতুন বেহালা, ভবঘুরে বৃদ্ধ গানওয়ালা বেহালাশিল্পীকে সংবর্ধনা নগরপালের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement