Kali Puja 2021|| জায়গা নিয়ে বিবাদের জের, রাস্তায় নেমে এল মেদিনীপুর বড় কালী পুজো

Last Updated:

Bangla News: পশ্চিম মেদিনীপুরের প্রাচীন বারোয়ারি কালী পুজো গুলির মধ্যে নাম করা পূজোর অন্যতম হলো মানিকপুরের গোলঞ্চতলা মাঠের ২২ ফুটের মোটা কালী পুজো। দীর্ঘ ৫৩ বছর ধরেই এলাকার একটি মাঠে এই পুজো হতো ৷

মেদিনীপুরের মানিকপুরের মোটা কালি প্রতিমা
মেদিনীপুরের মানিকপুরের মোটা কালি প্রতিমা
#খড়গপুর: পশ্চিম মেদিনীপুরের প্রাচীন বারোয়ারি কালীপুজো গুলির মধ্যে নাম করা পূজোর অন্যতম হল মানিকপুরের গোলঞ্চতলা মাঠের ২২ ফুটের মোটা কালীপুজো। দীর্ঘ ৫৩ বছর ধরেই এলাকার একটি মাঠে এই পুজো হতো ৷ পুজো উপলক্ষে বসতো মেলাও কিন্তু, এবার ওই জমির মালিক বেঁকে বসায় পুজো সরিয়ে নিয়ে আসতে হয়েছে রাস্তায়। বর্তমান পূজো উদ্যোক্তাদের কথায়, এই কালীর পুজো শুরু করেছিলেন এলাকার কুস্তিগীররা ৷ সেই সময় কুস্তিগীরদের চেহারা ও স্বাস্থ্যের সঙ্গে সাযুজ্য রেখেই তৈরী করা হয়েছিল কালী প্রতিমা। সেই প্রথা আজও অব্যাহত ৷
বর্তমানে কুস্তিগীরদের বংশধররাই এই পুজো পরিচালনার দায়িত্বে রয়েছেন৷ কিন্তু, সম্প্রতি পুজোর মাঠ নিয়ে সমস্যা শুরু হয়৷ মাঠের মালিক জানিয়ে দেন, তিনি আর সেখানে পুজো করতে দেবেন না৷ আগে ঠিক হয়েছিল, বছরের মধ্যে ১১ মাস মাঠ ব্যবহার করবে মালিকপক্ষ৷ আর কালীপুজোর সময় একমাসের জন্য স্থানীয় ক্লাবকে মাঠ ব্যবহার করতে দেওয়া হবে৷ কিন্তু, এখন আর সেই শর্ত মানতে রাজি নয় মালিকপক্ষ৷ বিষয়টি ইতিমধ্যেই আদালত পর্যন্ত গড়িয়েছে ৷
advertisement
ফলে এবছর রাস্তার একপাশেই পুজোর আয়োজন করা হচ্ছে৷ ক্লাবের সদস্য প্রদীপ্ত দে বক্সি জানান, আদালতে মামলা ওঠার ফলেই কালী পুজোর জায়গা বদল করতে হচ্ছে তাঁদের৷ তাতে কিছুটা হলেও মন খারাপ সকলের ৷ তবে শেষ পর্যন্ত যে পুজো হচ্ছে, এটাই বড় কথা৷ এ বার এই পুজোর ৫৪ তম বর্ষ ৷ তবে গত বারের মতো এবারও কোভিড বিধি মেনেই পুজোর আয়োজন করা হচ্ছে বলে দাবি উদ্যোক্তাদের৷
advertisement
advertisement
গত কয়েক বছরের মতো এবারও প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন শিল্পী পিন্টু মিশ্র ৷ তিনি বলেন, ‘‘অন্যান্য প্রতিমার তুলনায় মোটা কালী তৈরি করা কঠিন, সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল৷ আগে খোলা মাঠে বড় জায়গায় প্রতিমা তৈরি হত৷ তাতেই দু’মাস লেগে যেত৷ আর এবার রাস্তার এক পাশে কাজ করতে হচ্ছে৷ ফলে খুব সমস্যা হচ্ছে ৷ তবে স্থান পরিবর্তনের পরেও পুজো উদ্যোক্তাদের আশা, ভাটা পড়বে না দর্শনার্থীদের প্রতিমা দর্শন।
বাংলা খবর/ খবর/Local News/
Kali Puja 2021|| জায়গা নিয়ে বিবাদের জের, রাস্তায় নেমে এল মেদিনীপুর বড় কালী পুজো
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement