North 24 Parganas News- বিধাননগরের মেয়র হলেন কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারম্যান সব্যসাচী দত্ত

Last Updated:

জল্পনার অবসান, বিধাননগরের মেয়র হলেন কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারম্যান সব্যসাচী দত্ত

+
বিধাননগর

বিধাননগর পৌর নিগমের সপথ গ্রহণ হল আজ

#উত্তর ২৪ পরগনা: রাজ্যের অনেক জেলায় পুরসভা নির্বাচন শেষ হল, আবার কিছু জায়গায় এখনও বাকি। উত্তর ২৪ পরগনার বিধাননগর পৌর নির্বাচনে কে হবেন মেয়র,  তা নিয়ে জল্পনা চলছিল আগে থেকেই। তারই মধ্যে নির্বাচনে জয় লাভ করে ভোট দখল করে তৃণমূল কংগ্রেস। কে হবেন মেয়র?  এই জল্পনার অবসান ঘটল এবার। বিধাননগর কর্পোরেশন এর শপথগ্রহণ অনুষ্ঠান হল এদিন। বিধাননগর পৌর নিগমে দ্বিতীয় বারের জন্য বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। আজ ছিল নব নির্বাচিত ৪১ টি ওয়ার্ডের কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণ করলেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র অনিতা মন্ডল এবং চেয়ারম্যান সব্যসাচী দত্ত।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা করপোরেশন এর মেয়র ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বোস, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক তাপস চ্যাটার্জি, অদিতি মুন্সি সহ বিশিষ্টজনেরা। এদিন মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানান, "অসংখ্য ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ে সহ তৃণমূলের সকল কর্মী-সমর্থকদের। তারা সকলেই আমার উপর ভরসা রেখেছেন। এছাড়াও মানুষের জন্যই কাজ করব। শুধু আমি নই, আমার সঙ্গে ৩৯ জন কাউন্সিলর একযোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা মানুষের জন্যই কাজ করব।" চেয়ারম্যান সব্যসাচী দত্ত জানান, "আমরা টিম মমতা ব্যানার্জি। আমরা সকলেই একযোগে কাজ করব বিধাননগর পৌরনিগমের হয়ে। মমতা দিদি যেই রকম নির্দেশ দেবেন সেই নির্দেশ পালন করেই, বিধাননগরের মানুষের অভাব অভিযোগ শুনে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করব আমরা।"
view comments
বাংলা খবর/ খবর/Local News/
North 24 Parganas News- বিধাননগরের মেয়র হলেন কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারম্যান সব্যসাচী দত্ত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement