উত্তর ২৪ পরগনা : করোনা সংক্রমণ রুখতে লকডাউন অনিবার্য। আর লকডাউনের কারণে অসহায় দিন আনা দিন খাওয়া দুস্থ মানুষের রুটি রুজি হারিয়ে অনাহারে দিনযাপন করাটাও অনিবার্য হয়ে পড়ে। এই সব অসহায় নিরন্ন মানুষ যাতে অনাহারে দিনযাপন করতে বাধ্য না হন তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনেকদিন আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে \"মা ক্যান্টিন\"। এই ক্যান্টিনে মাত্র পাঁচ টাকার বিনিময়ে দুস্থ মানুষের দুপুরে আহারের ব্যাবস্থা করা হয়েছে।
এই অবাক করা ক্যান্টিনের কথা শুনে গোবরডাঙ্গায় বসবাসকারি লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মনে প্রশ্ন জেগেছিল, এইরকম ক্যান্টিন যদি গোবরডাঙ্গায় চালু হত তবে আমাদের আর পরিবার সমেত অনাহারে দিন কাটাতে হত না। তাদের সেই আশাই এবার পূর্ণ করল গোবরডাঙ্গা পৌরসভা। এদিন দুপুর থেকেই পৌর ভবনের সামনে শুরু হয়ে গেল \"মা ক্যান্টিন\"। এই শুভ উদ্যোগের সূচনা করেন গোবরডাঙ্গা পৌরসভার মুখ্য প্রশাসক শঙ্কর দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য সুভাষ দত্ত সমেত অন্যান্য নেতৃবৃন্দ। প্রশাসক মন্ডলীর সদস্য শঙ্কর দত্ত জানান, \' মা, ক্যান্টিনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডের উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি তিনি বলেন, সপ্তাহের সাত দিনই এই ক্যান্টিন চালু থাকবে। প্রতিদিন সকাল থেকে মাত্র পাঁচ টাকার বিনিময়ে কুপন দেওয়া হবে। দুপুরে পৌরসভার স্বাস্থ্যকর্মীরা কুপন সংগ্রহকারীদের হাতে খাবার তুলে দেবেন। এদিন প্রায় এক হাজার মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও এদিন ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাদেরও ভিড় ছিল চোখে পড়ার মতো। আগামীদিনে প্রতিদিনই চলবে এই ক্যান্টিন। গোবরডাঙ্গায় বসবাসকারী কোন দুস্থ মানুষ অভুক্ত থাকবে না বলেও জানান প্রশাসক।পৌরসভার এই উদ্যোগে খুশি দিন আনা দিন খাওয়া দুস্থ সাধারণ মানুষ।