আজ থেকে চালু হল বাস এবং অটো পরিষেবা, স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে সূচনা

Last Updated:

আজ থেকে চালু হল বাস এবং অটো পরিষেবা, স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে সূচনা

উত্তর ২৪:পরগনা : করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিধিনিষেধ জারি ১৫ জুলাই পর্যন্ত। তবে রাজ্য সরকারের নির্দেশে আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হয়েছে বাস পরিষেবা।
দীর্ঘদিন পর অবশেষে বারাসত চাঁপাডালি তিতুমীর বাস স্ট্যান্ড থেকে চালু হল বাস পরিষেবা। বাস চালু হলেও যাত্রী সংখ্যা হাতে গোনা। কোভিড বিধি মেনে ৫০ শতাংশ যাত্রী সংখ্যা নিয়ে বাস চালানোর প্রচেষ্টা বাস মালিকদের। তবে কিছু বাস মালিকরা রাস্তায় প্রথমদিনই বাস নামায়নি। একে একে বারাসত চাঁপাডালি তিতুমীর বাস স্ট্যান্ড থেকে গন্থব্যের উদ্যেশ্যে রওনা কিন্তু সংখ্যায় বাস কম। সব মিলিয়ে প্রথমদিনে বাস পরিষেবা পুরনো ভাড়াতে চলতে শুরু করেছে। তবে তেলের দাম যে হারে বেড়েছে কতদিন তারা এই ভাড়াতে পরিষেবা দিতে পারবে তা নিয়ে প্রশ্ন তোলে বাস মালিক থেকে চালকেরা।
advertisement
বারাসত-বিগার্ডেন রুটের বাস চাঁপাডালি থেকে ১৫ মিনিট অন্তুর ছাড়া হচ্ছে। ট্রেন বন্ধ, যাত্রী বেশি হওয়ার কথা হলেও বাস চালক থেকে ইউনিয়ন সম্পাদকের দাবি, ট্রেন না চললে যাত্রী তেমন হয় না বাসে। বাস পরিষেবা চালু করার সাথে বাসের মধ্যে মাক্স, স্যানিটাইজার রাখা হয়েছে। বারাসত বি গার্ডেন রুটের সকল কর্মীরা ভ্যাকসিন এর প্রথম ডোজ নিয়েছেন। সমস্ত রকম কোভিড স্বাস্থ্য বিধি মেনেই যাত্রী পরিষেবা দিতে বাস নামিয়েছে বাস মালিকরা।
advertisement
advertisement
ঠিক তেমনি বারাসত চাঁপাডালি থেকে চৌমাথা অটো সার্ভিস চালু সকাল থেকেই। যাত্রী সংখ্যা যথেষ্ট কম। সেই ভাবেই অটো চালকেরা অটো নামিয়েছে রুটে, তবে রাস্তায় দেখা নেই যাত্রীর। তাই প্রায় এক ঘন্টা অন্তুর অটো চালাতে হচ্ছে এই রুটে। অনেক সময় যাত্রী অটোতে বসে ধৈর্য হারিয়ে চলে যাচ্ছে অন্য পরিবহনে। কোভিড বিধি মেনে সকলে মাক্স পরেই অটোতে উঠতে পারবে। আগের ভাড়াতেই অটো পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানান অটোচালকেরা। এতদিন সকাল ১০ টা পর্যন্ত অটো চলতো রুটে তবে আজ থেকে গোটা দিন অটো চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। সেই অনুযায়ী রাস্তায় অটো নামানো হয়েছে তাদের পক্ষ থেকে। তবে দিন শেষে দেখার যাত্রী কেমন হচ্ছে। তার উপরই নির্ভর করছে আগামীদিনে কিভাবে অটো চলবে এবং কতটা লাভের মুখ দেখতে পাবে অটোচালক থেকে মালিকেরা।
advertisement
রাতুল ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/Local News/
আজ থেকে চালু হল বাস এবং অটো পরিষেবা, স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে সূচনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement