দুর্গাপুজোর কথা মাথায় রেখে পুরোহিত, ঢাকি ও মৃৎশিল্পীদের পাশে বনগাঁ পৌরসভা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
৩০০-এর বেশি পুরোহিত, ঢাকি ঐ মৃতশিল্পীদের বনগাঁ পৌর প্রশাসক গোপাল শেঠ সহ প্রাক্তন কাউন্সিলরদের উপস্থিতিতে পৌর ভবন দেওয়া হল ভ্যাকসি?
রাতুল ব্যানার্জি, উত্তর ২৪ পরগনা : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই ঢাকে কাঠি পড়বে দুর্গা মা-কে স্বাগত জানাতে। গতবছর কোভিডবিধি মেনে হয়েছিল দুর্গাপূজো। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের প্রায় সমস্ত পুজো কমিটিকে ৫০ হাজার টাকা সাহায্য করা হয়েছিল। কেননা যেভাবে করোনার দাপট সারা বিশ্ব থেকে দেশ এবং রাজ্যে আছড়ে পড়েছিল সেই পরিপ্রেক্ষিতে বহু পুজো কমিটি মুখ থুবড়ে পড়েছিল পুজোর আয়োজনে। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই আর্থিক অনুদানে অনেকটাই সাহস পেয়েছিল বহু পুজো কমিটি। তবে এবারও সবকিছু ঠিক থাকলে কোভিডবিধি মেনেই হবে দুর্গাপূজো। করোনার দ্বিতীয় ঢেউয়ে যেভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল গোটা দেশ তথা রাজ্য সেখানে দাঁড়িয়ে এবারের দূর্গা পুজোয় থাকবে বিশেষ নজরদারি। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে দুর্গাপুজোর কিছু নিয়মাবলী ঘোষণা করা হয়েছে যেমন পুজো কমিটিগুলোর সমস্ত সদস্যের ভ্যাকসিনেশন ৫০ জনের বেশি পুজো মণ্ডপে না থাকার নির্দেশ। এই পরিপ্রেক্ষিতে পুজোর কথা মাথায় রেখেই পুরোহিত,বাকি ও মৃৎশিল্পীদের পাশে বনগাঁ পৌরসভা।
এদিন বনগাঁ পৌরসভার পক্ষ থেকে পুরোহিত, ঢাকি ও মৃৎশিল্পীদের দেওয়া হল করোনা ভ্যাকসিন। দুর্গাপুজো আসন্ন সেই কারণে বনগাঁ পৌর এলাকার সমস্ত পুরোহিত, ঢাকি ও মৃৎশিল্পীদের করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করল বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। সেইমতো এদিন দুপুরে ৩০০-এর বেশি পুরোহিত, ঢাকি ঐ মৃতশিল্পীদের বনগাঁ পৌর প্রশাসক গোপাল শেঠ সহ প্রাক্তন কাউন্সিলরদের উপস্থিতিতে পৌর ভবন দেওয়া হল ভ্যাকসিন। বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠ এর মতে, করোনার কারণে বহু কর্মক্ষেত্রে অনেকে কর্মহীন হয়ে পড়েছে। সেই দিকে তাকিয়ে পুজোর সময় মে কোভিডবিধি সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে হল ঢাকি, পুরোহিত ও মৃৎশিল্পীদের করোনা টিকাকরণ। পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়াতে এবারের পুজোয় বনগাঁ এলাকার সমস্ত পুরোহিত, ঢাকি ও মৃৎশিল্পীদের কোনো বাধা থাকবে না কর্মযোগ দেওয়ার। ভ্যাকসিন পেয়ে পুরোহিত, ঢাকিরা জানালেন পুজো আসছে সেক্ষেত্রে আমাদের কাজের ক্ষেত্রে ভ্যাকসিন প্রয়োজনীয় ছিল পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভ্যাকসিন দেবার জন্য।
view commentsLocation :
First Published :
August 20, 2021 6:04 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
দুর্গাপুজোর কথা মাথায় রেখে পুরোহিত, ঢাকি ও মৃৎশিল্পীদের পাশে বনগাঁ পৌরসভা