অশোকনগর কোভিড হাসপাতালে মৃত রোগীদের সৎকারের ব্যবস্থা করল অশোকনগর কল্যাণগড় পৌরসভা
- Published by:Simli Raha
Last Updated:
অশোকনগর কল্যাণগড় পৌরসভার উদ্যোগে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের সৎকারের ব্যবস্থা করে চলেছে বিনামূল্যে।
অশোকনগর কোভিড হাসপাতালে মৃত রোগীদের সৎকারের ব্যবস্থা করল অশোকনগর কল্যাণগড় পৌরসভা। অশোকনগর কল্যাণগড় পৌরসভার উদ্যোগে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের সৎকারের ব্যবস্থা করে চলেছে বিনামূল্যে। অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল আগেই ঘোষণা হয়েছে কোভিড হাসপাতাল। এবার সেই হাসপাতালের রোগীদের সম্পূর্ণ বিনা খরচে পৌরসভার উদ্যোগে সৎকারের ব্যবস্থা করে চলেছেন। এই পর্যন্ত প্রায় ৩০ জন মৃত ব্যক্তিকে পৌরসভার খরচে নৈহাটি শ্মশানে সৎকারের ব্যবস্থা করেছেন।
অশোকনগর কল্যাণগড় পৌরসভা পৌর প্রশাসক প্রবোধ সরকার বলেন, করানোয় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের ডেড বডি পরিবারের হাতে তুলে দেয়া হচ্ছে না কিন্তু আমাদের দায়িত্ব যে মৃত ব্যক্তির সঠিকভাবে সৎকার হোক সেই জন্যই আমরা দীর্ঘ ১৫ দিন ধরে অশোকনগর কোভিড হাসপাতাল মৃত ব্যক্তিদের সৎকারের ব্যবস্থা করে চলেছি। আমাদের পৌরসভার এটা একটা দায়িত্ব সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর, আমরা সমস্ত রকম কার্যক্রম আগামী দিনেও চালিয়ে যাব। এছাড়া হাসপাতালে অক্সিজেন প্লান্ট তৈরি হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন দেওয়ার কাজ দ্রুত শুরু হবে অশোকনগর হাসপাতালে।
Location :
First Published :
May 15, 2021 12:52 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
অশোকনগর কোভিড হাসপাতালে মৃত রোগীদের সৎকারের ব্যবস্থা করল অশোকনগর কল্যাণগড় পৌরসভা