মহিলাদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির নবদ্বীপে

Last Updated:

এই রক্তদান শিবিরে ২২ জন রক্তদাতা ছিলেন মহিলা

বর্তমান কোভিড পরিস্থিতিতে নাজেহাল গোটা দেশ তথা বিশ্ব। করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ হারিয়েছে বহু মানুষ। দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই তৃতীয় ঢেউ আসন্ন। বিশেষজ্ঞদের মতে আরও ভয়ানক হতে পারে পরিস্থিতি। তৃতীয় ঢেউ রুখতে সরকার জারি করেছে নানারকম বিধি নিষেধ। করোনার জেরে হাসপাতাল গুলির অবস্থাও শোচনীয়। কোথাও অক্সিজেনের অভাব কোথাও বা রক্তের চাহিদা। করোনার জেরে রক্তের চাহিদা বেড়েছে জেলার বিভিন্ন হাসপাতাল গুলিতে।
এক বিন্দু রক্ত ফিরিয়ে দিতে পারে এক মুমূর্ষ রোগীর প্রাণ।
এইবার স্বেচ্ছায় এক রক্তদান শিবির অনুষ্ঠানে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গেল মহিলাদের। নদিয়ার নবদ্বীপ টাউন ক্লাব পরিচালিত আনন্দময়ী মহিলা দুর্গোৎসব কমিটির সদস্যারা আয়োজন করলেন স্বেচ্ছায় রক্তদান শিবির। সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত এই সংগঠনটির উদ্যোগে নবদ্বীপ পৌরসভার যোগনাথ তলা টাউন ক্লাব ভবনে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। এই দিনের শিবিরে মোট ২২ জন মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। এই সামাজিক উদ্যোগে উপস্থিত হয়ে সাধুবাদ জানান নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চম বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা। উপস্থিত ছিলেন নবদ্বীপ প্রেসক্লাবের সদস্য গণ সহ চৈতন্য ভূমি নবদ্বীপ শহরের অন্যান্য ব্যক্তিরা। পূর্বে অতিমারী পরিস্থিতিতে দীর্ঘ লকডাউন চলাকালীন সামাজিক দায়বদ্ধতার নিদর্শন পাওয়া গেছে একাধিকবার। দুঃস্থ অসহায় মানুষজনদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দেখা গিয়েছে টাউন ক্লাব পরিচালিত আনন্দময়ী মহিলা দুর্গোৎসব কমিটির সদস্যাদের। ফের করোনা আবহে রক্তের চাহিদা মেটাতে মহিলা পরিচালিত সংগঠনটির এই সামাজিক উদ্যোগ দেখা গেল। স্বাভাবিকভাবেই এই মহান উদ্যোগে খুশি সকল নবদ্বীপ বাসী।
advertisement
বাংলা খবর/ খবর/Local News/
মহিলাদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির নবদ্বীপে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement