: এবার পুজোয় দিন দুয়েকের জন্য বেরিয়ে আসুন শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ থেকে! কী ভাবে যাবেন জানুন

Last Updated:

এখানকার ক্ষীর দই গোটা দেশে বিখ্যাত...

নবদ্বীপের জাগ্রত পোড়ামা মন্দির
নবদ্বীপের জাগ্রত পোড়ামা মন্দির
#নদিয়া: হিন্দু ধর্মের অন্যতম তীর্থস্থান হিসেবে বিখ্যাত শ্রীচৈতন্যের জন্মভূমি নবদ্বীপDurga Puja Travel Special। ভাগীরথী নদীর পূর্ব দিকে অবস্থিত শ্রীধাম নবদ্বীপ(nabadwip)। এখানকার স্নানের ঘাট অত্যন্ত পবিত্র এবং বিস্তৃত। এই পবিত্র গঙ্গার ঘাটে পুণ্য অর্জনের জন্য রোজ প্রায় হাজার হাজার লোক দূরদূরান্ত থেকে এসে স্নান করেন। স্নানের ঘাটে যেখানে শেষ হয়েছে সেখান থেকে বাঁধানো খেয়াঘাট শুরু। সেখানে থেকে ট্রলার এবং লঞ্চে করে যাওয়া যায় গঙ্গার ওপারে মায়াপুর এবং কৃষ্ণনগরে(krishnanagar)।
চারিদিক মঠ-মন্দিরে বেষ্টিত শ্রীধাম নবদ্বীপ শ্রীচৈতন্যদেবের (sri chaitanyadeb) জন্মভূমি। বৈষ্ণব ধর্মালম্বীদের অত্যন্ত পুণ্যের জায়গা এই নবদ্বীপ।
দর্শনীয় স্থান: মঠ মন্দিরে আবৃত নবদ্বীপে দর্শনীয় স্থান রয়েছে একাধিক(Durga Puja Travel Special)। এখানকার সবথেকে বিখ্যাত দ্রষ্টব্য হলো শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। এছাড়াও নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামা তলা মোড়ে রয়েছে মা পোড়ামা মন্দির যা অত্যন্ত জাগ্রত বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
এছাড়াও রয়েছে সোনার গৌরাঙ্গ মন্দির(Durga Puja Travel Special), সম্পূর্ণ গৌরাঙ্গের মূর্তিটি সোনা দিয়ে আবৃত। রয়েছে সমাজ বাড়ি, পাঠক বাড়ি ও একটি বিশেষ ৬০ ফুট উচ্চতা বিশিষ্ট গৌরাঙ্গের মূর্তি। এছাড়াও সন্ধ্যেবেলা নবদ্বীপের গঙ্গার ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে পরে মন ভালো হয়ে যেতে বাধ্য আপনার।
বিখ্যাত খাবার: নবদ্বীপে (Durga Puja Travel Special)এলে আপনি খাবারের সম্ভারও পাবেন অনেক বেশি। এখানকার মিষ্টি দই অত্যন্ত জনপ্রিয়। জেলার বাইরে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয় এই দই। এছাড়াও বিভিন্ন রকমের মিষ্টিও চেখে দেখতেই পারেন নবদ্বীপে এসে।
advertisement
কিভাবে আসবেন: কলকাতা (Durga Puja Travel Special)থেকে ১৩০ কিলোমিটার দূরত্ব নবদ্বীপের। এখানে আসতে হলে প্রাইভেট গাড়ির কিংবা হাওড়া থেকে কাটোয়া গামী যেকোনো ট্রেনে আসতে পারেন। এক্সপ্রেস ট্রেনে আসতে হলে আপনাকে আসতে হবে কামরূপ কিংবা তিস্তা-তোর্সা এক্সপ্রেসে, নামতে হবে নবদ্বীপ ধাম স্টেশন।
এছাড়াও শিয়ালদহ স্টেশন থেকে কৃষ্ণনগর(Durga Puja Travel Special) লোকালে উঠে কৃষ্ণনগর স্টেশনে নেমে, সেখান থেকে অটো করে চলে আসতে হবে স্বরুপগঞ্জ ঘাট। ঘাট থেকে নৌকা পেরোলেই চলে যাবেন শ্রীধাম নবদ্বীপে। তাহলে আর দেরি কিসের, পুজোর দিন দুয়েক একটু হালকা আবহাওয়া পরিবর্তনের জন্য চলে আসতেই পারেন শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মভিটে নবদ্বীপে।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/Local News/
: এবার পুজোয় দিন দুয়েকের জন্য বেরিয়ে আসুন শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ থেকে! কী ভাবে যাবেন জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement