বাড়ছে ভাগীরথীর জলস্তর, আতঙ্কে এলাকার মানুষ
- Published by:Piya Banerjee
Last Updated:
ভাগীরথীর তীরবর্তী গ্রামগুলিতে ইতিমধ্যেই জল ঢোকা শুরু হয়েছে
#নদিয়া: প্রবল বর্ষার জেরে জলস্তর বাড়ছে ভাগীরথী নদীর। ভাগীরথী নদী পাড় ভাঙন শুরু হয়েছে অনেক আগে থেকেই । চলেছে বিভিন্ন রাজনৈতিক তর্জা। তার ওপর এবছর অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে খাল-বিল পুকুর জলে পরিপূর্ণ। টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।
ক্রমাগত ভাগীরথী নদীতে হু হু করে জল বাড়ছে। সেই কারণে ভাগীরথীর তীরবর্তী গ্রামগুলিতে ইতিমধ্যেই জল ঢোকা শুরু হয়েছে। আতঙ্কিত শান্তিপুর ভাগীরথীর তীরবর্তী বেশ কয়েকটি গ্রামের মানুষ। শান্তিপুর চৌধুরীপাড়া, নীরসিংহপুর হাউস কলোনি সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে কপালে চিন্তার ভাঁজ পড়েছে গ্রামের মানুষদের। শান্তিপুর চৌধুরীপাড়া গ্রামের একমাত্র চলাচলের রাস্তা এখন জলের তলায়, কোনরকমে চলাচল করার জন্য মাটি ফেলে নতুন রাস্তা তৈরি করছে গ্রামের মানুষ।
advertisement
ইতিমধ্যে গ্রামের পঞ্চায়েত প্রধান সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। গ্রামের নিচু জায়গা গুলিতে জল ঢোকার আগেই বসবাসকারী মানুষদের স্থানীয় বিদ্যালয়ে আশ্রয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে। গ্রামের মানুষদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে একই সমস্যায় ভুগছেন তারা। অতি ভারী নিম্নচাপ ও বর্ষা এলেই ভাগীরথী নদীতে ভাঙ্গন শুরু হয়। যার ফলে নদীর তীরবর্তী এলাকার একাধিক চাষের জমি থেকে শুরু করে ভিটেমাটি চলে গেছে নদীবক্ষে। সারা বছরই খুবই দুর্বিষহর মধ্যে দিন কাটাচ্ছে তারা। একইভাবে বেশ কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে ভাগীরথী নদীর জলোচ্ছ্বাস বাড়ায় আবারও ভাঙ্গন শুরু হয়। এছাড়াও ভাগীরথী নদীতে প্রায় তিন ফুটের বেশি জল বেড়েছে। ফলে ভাগীরথী নদীর তীরবর্তী বেশ কয়েকটি গ্রামে যখন-তখন জল ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্বাভাবিকভাবেই যথেষ্টই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তারা।
advertisement
advertisement
Mainak Debnath
view commentsLocation :
First Published :
August 06, 2021 9:32 PM IST