Nadia News- মাস্কহীন ব্যক্তিদের আটক শান্তিপুর থানার পুলিশের
Last Updated:
প্রতিদিনই শান্তিপুর শহর এবং ব্লকের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে সচেতন করতে শান্তিপুর থানার পক্ষ থেকে করা হচ্ছে সচেতনতা প্রচার অভিযান
#নদিয়া: রাজ্যের সাথে তাল মিলিয়ে জেলায় দিনের পর দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ। প্রথম ও দ্বিতীয় ঢেউ নাজেহাল করে দিয়েছিল সাধারণ মানুষের জীবন। এইবার তৃতীয় ঢেউ আটকাতে সরকার থেকে জারি করা হয়েছে একাধিক বিধি নিষেধ। রাত দশটার পরে বন্ধ সমস্ত লোকাল ট্রেন পরিষেবা। এছাড়াও জারি করা হয়েছে নাইট কার্ফু (Nadia News)। প্রশাসনের তরফ থেকে একাধিকবার প্রচার করা হচ্ছে মাস্ক পড়ার ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা। কিন্তু এখনো বেশিরভাগ মানুষই অসচেতন। সামাজিক দূরত্ব তো দূরের কথা, বেশিরভাগ মানুষই পড়ছেন না ঠিকঠাক ভাবে মাস্ক। এবার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পথে নামলো শান্তিপুর থানার পুলিশ। মাস্কহীন একাধিক ব্যক্তিকে করা হলো আটক।
করোনা সংক্রমণ রুখতে সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশি সচেতনতা প্রচার অভিযান। বৃহস্পতিবার শান্তিপুর নৃসিংহপুর কালনা ঘাট ও কালনা ঘাট সংলগ্ন এলাকা গুলিতে করোনা সচেতনতা প্রচার অভিযান করলো শান্তিপুর থানার পুলিশ (Nadia News)। গত তিন তারিখ থেকে করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী জারি হয়েছে করা বিধি নিষেধ। সেই মতই তৎপর শান্তিপুর থানার পুলিশ। প্রতিদিনই শান্তিপুর শহর এবং ব্লকের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে সচেতন করতে শান্তিপুর থানার পক্ষ থেকে করা হচ্ছে সচেতনতা প্রচার অভিযান।
advertisement
সেইমত বৃহস্পতিবার শান্তিপুর নৃসিংহপুর কালনা ঘাট সহ সংলগ্ন এলাকাগুলিতেও সচেতনতা প্রচারাভিযান করলো শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনই সাধারণ মানুষকে সচেতন করতে, করা হচ্ছে মাইকিং প্রচার। পাশাপাশি শান্তিপুর গোবিন্দপুর বাইপাস সংলগ্ন রাস্তায় চালানো হয় পুলিশি নজরদারি (Nadia News)। মুখে মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই পড়তে হয় পুলিশের প্রশ্নের মুখে। পুলিশ সূত্রে জানা যায়, আজকের এই নজরদারি চালিয়ে সরকারি বিধি-নিষেধকে অমান্য করা প্রায় পাঁচ জন ব্যক্তিকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। আগামী দিন থেকে মানুষ যদি সরকারি বিধি-নিষেধকে অমান্য করে তাহলে আরো কড়া পদক্ষেপ গ্রহণ করবে শান্তিপুর থানার পুলিশ।
advertisement
advertisement
Mainak Debnath
view commentsLocation :
First Published :
January 06, 2022 9:07 PM IST