করোনার তৃতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে নাইট কারফিউ অভিযানে কল্যাণী প্রশাসন
- Published by:Pooja Basu
Last Updated:
নাইট কারফিউতে একাধিক বিধি লঙ্ঘনকারীকে গ্রেফতার করলো কল্যাণীর প্রশাসন
গত দু'বছর ধরে করোনার জেরে নাজেহাল গোটা বিশ্ব। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। যার জেরে সরকার জারি করেছে ধাপে ধাপে লকডাউন। করোনা সংক্রমণ কিছুটা কমার ফলে বিধিনিষেধ করা হয়েছিল কিছুটা শিথিল। তবে সচেতন হয়নি অধিকাংশ মানুষ। ফলে রাজ্য তথা দেশে দিনের পর দিন করোনা সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে।
করোনার দ্বিতীয় ঢেউ কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ছে তৃতীয় ঢেউ। সংকেত মিলতেই নাইট কারফিউ জারি করার নির্দেশ দেয় রাজ্য সরকার। করোনা সংক্রমণে দেশের মৃত্যুর সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। তবুও সাধারণ মানুষের এখনো হুঁশ ফেরেনি। সরকারিভাবে বারংবার জানানো হচ্ছে সতর্ক থাকুন দূরত্ব বজায় রাখুন মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সরকারি সেই বিধি-নিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে অবাধে বিচরণ করছেন সাধারণ মানুষ। গত শুক্রবার গভীর রাতে কল্যাণী মহকুমা শাসক হীরক মণ্ডল, কল্যাণী এসডিপিও তারক শংকর ভট্টাচার্য্য ও কল্যাণী আইসি অনির্বাণ বসুর নেতৃত্বে নাইট কারফিউ অভিযান চালান।
advertisement
নাইট কারফিউতে একাধিক বিধি লঙ্ঘনকারীকে গ্রেফতার করল কল্যাণীর প্রশাসন। তার মধ্যে কিছু যুবক প্রাইভেট গাড়ির মধ্যেই মদ্য পান করছিলেন এবং প্রশাসনের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। একে নাইট কারফিউ তার ওপর প্রকাশ্য রাস্তায় মদ্যপান, সরকারি বিধি নিষেধ লঙ্ঘনের কারণে তাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়াও মোটর বাইকের সাইলেন্সার পরিবর্তন করে উচ্চতর শব্দের সাইলেন্সার লাগানোর অপরাধে একজনকে গ্রেফতার করেছে প্রশাসন। কল্যাণী মহাকুমার শাসক জানান, দিনের পর দিন সংক্রমণের বাড়বাড়ন্ত, তাই রাজ্য সরকারের তরফ থেকে নোটিশ মেলার পর থেকেই বারংবার সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু তা সত্ত্বেও যারা বিধিনিষেধ ভাঙছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে। কিন্তু এরপরেও আগামী দিনে যদি বিধি নিষেধ লঙ্ঘন করা হয়, তাহলে আরও কঠোর হাতে আইনি ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।
advertisement
Location :
First Published :
August 02, 2021 9:36 AM IST