গত দু'বছর ধরে করোনার জেরে নাজেহাল গোটা বিশ্ব। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। যার জেরে সরকার জারি করেছে ধাপে ধাপে লকডাউন। করোনা সংক্রমণ কিছুটা কমার ফলে বিধিনিষেধ করা হয়েছিল কিছুটা শিথিল। তবে সচেতন হয়নি অধিকাংশ মানুষ। ফলে রাজ্য তথা দেশে দিনের পর দিন করোনা সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে।করোনার দ্বিতীয় ঢেউ কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ছে তৃতীয় ঢেউ। সংকেত মিলতেই নাইট কারফিউ জারি করার নির্দেশ দেয় রাজ্য সরকার। করোনা সংক্রমণে দেশের মৃত্যুর সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। তবুও সাধারণ মানুষের এখনো হুঁশ ফেরেনি। সরকারিভাবে বারংবার জানানো হচ্ছে সতর্ক থাকুন দূরত্ব বজায় রাখুন মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সরকারি সেই বিধি-নিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে অবাধে বিচরণ করছেন সাধারণ মানুষ। গত শুক্রবার গভীর রাতে কল্যাণী মহকুমা শাসক হীরক মণ্ডল, কল্যাণী এসডিপিও তারক শংকর ভট্টাচার্য্য ও কল্যাণী আইসি অনির্বাণ বসুর নেতৃত্বে নাইট কারফিউ অভিযান চালান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।