Kali Puja 2021: এক সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ধানের উপর ক্ষুদ্র কালী মূর্তি তৈরি করলেন অঙ্কন শিক্ষক

Last Updated:

মূর্তিটি তৈরি করতে প্রায় সাত দিন সময় লেগেছে বলে জানান তিনি

ধানের উপর কালীমূর্তি
ধানের উপর কালীমূর্তি
#নদিয়া:এক সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ধানের উপর ক্ষুদ্র কালী মূর্তি (Goddess Kali Idol) তৈরি করলেন নবদ্বীপ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপ নগর এলাকার বাসিন্দা গৌতম সাহা। পেশায় তিনি একজন অঙ্কন শিল্পী। মাটি, রং ও আঠার সংমিশ্রণে ক্ষুদ্র এই কালী মূর্তিটি তৈরি করতে তাঁর সময় লেগেছে প্রায় সাত দিন বলে জানান তিনি।
করোনা আবহে লকডাউন ঘোষণা হওয়ার পর কর্মহীন হয়ে একপ্রকার গৃহবন্দী হয়ে পড়েন তিনি। সেই সময় দীর্ঘ অবসরকে কাজে লাগিয়ে একের পরে এক এই ধরনের ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র দেবদেবীর মূর্তি তৈরি করেন গৌতম বাবু। ছোটবেলা থেকে শিল্পী পরিবারের বড় হয়ে ওঠার সুবাদে অঙ্কন অনুশীলনের পাশাপাশি বিভিন্ন ধরনের শিল্পকলার মধ্যেই নিজেকে আবদ্ধ রাখেছিলেন গৌতম বাবু।
advertisement
বিগত ২৫ বছর ধরে গৌতম বাবু একের পর এক তৈরি করেছেন দেশলাই কাঠির মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র দেবদেবী ও মনীষীদের মূর্তি (Goddess Kali Idol)। পাশাপাশি তাঁর হাতের তৈরি সিমেন্ট, মাটি, চক ও রুল পেন্সিলের দ্বারা তৈরি একাধিক নিদর্শন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে গৌতম বাবু বাড়ির আনাচে-কানাচে। আর সেই গুলোকে প্রতিদিন সন্তান স্নেহে রক্ষণাবেক্ষণ করেন তিনি।
advertisement
advertisement
তাঁর এই শিল্পকলা তৈরির কাজে সংসারে বৃদ্ধা মা ও স্ত্রী ঝুমা সাহা ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যরা তাঁকে সাহায্য করেন বলে জানিয়েছেন শিল্পী গৌতম সাহা। তবে নিজের শিল্পকলাকে দুনিয়ার দরবারে তুলে ধরতে সরকারি বা বেসরকারিভাবে এখনো পর্যন্ত কোনো সহযোগিতা পাননি তিনি বলেও আক্ষেপ করেন এই শিল্পী। আগামী দিনে আরও নিখুঁত ও অতি ক্ষুদ্র কোন প্রতিকৃতি ফুঁটিয়ে তুলতে তাঁর একটি মাইক্রোস্কোপের খুব প্রয়োজন। সরকারি বা বেসরকারি সাহায্যে একটি মাইক্রোস্কোপের ব্যবস্থা যদি তিনি করতে পারেন তাহলে তাঁর এই শিল্পকলার কাজ অনেকটাই সহজলভ্য হবে বলে এইদিন জানিয়েছেন গৌতম বাবু।
advertisement
এছাড়াও ভবিষ্যতে তাঁর হাতের তৈরি শিল্প নিদর্শন নিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস বা গ্রীনিস বুক অফ রেকর্ডসের জন্য এগিয়ে যেতে চান তিনি (Goddess Kali Idol) । তাছাড়া আগামী দিনেও এই ধরনের সৃষ্টির মধ্য দিয়ে নতুন নতুন দৃষ্টিনন্দন প্রতিকৃতি তৈরি করে মানুষকে উপহার দিতে চান তিনি বলেও জানান শিল্পী গৌতম সাহা।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Kali Puja 2021: এক সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ধানের উপর ক্ষুদ্র কালী মূর্তি তৈরি করলেন অঙ্কন শিক্ষক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement