Nadia News- পায়ে হেঁটে সুদূর বৃন্দাবন থেকে মায়াপুরে এলেন বৃন্দাবনের বাসিন্দা স্মরণ দাস
Last Updated:
ধর্মের প্রচার ও ধর্মের সাথে মানুষকে মিলিত করার জন্য বৃন্দাবন থেকে পায়ে হেঁটে ১৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে মায়াপুরে এলেন বৃন্দাবনের বাসিন্দা স্মরণ দাস
#নবদ্বীপ: ধর্মের প্রচার ও ধর্মের সাথে মানুষকে মিলিত করার জন্য বৃন্দাবন থেকে পায়ে হেঁটে ১৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে মায়াপুরে এলেন বৃন্দাবনের বাসিন্দা স্মরণ দাস। কাঠফাটা রোদে সামনে-পিছনে ব্যাগ ঝুলিয়ে পায়ে হেঁটে চলেছেন তিনি। পিঠে লাগানো পোস্টার দেখে পথচলতি মানুষেরা কৌতূহলবশত কখনো কখনো জিজ্ঞাসা করছেন তাকে। তার এই কর্মকাণ্ড ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তার এই পথ চলা ছিল না মোটেই সহজ। তিনি জানান, লখনউ এর কাছে একবার পথদুর্ঘটনায় পাঁচ দিন হাসপাতালে কাটাতে হয়েছে তাকে। এছাড়াও এক মন্দিরে রাত্রে বিশ্রাম করার সময় চুরি হয়ে যায় তার সমস্ত টাকা-পয়সা ও মোবাইল ফোন। তবে সাধারণ মানুষ ও প্রশাসনের সহযোগিতায় নতুন মোবাইল ফোন নেন তিনি। খাবার ও জল পথচলতি মানুষেরা সাহায্য করলে তবেই খেতে পান বলে জানালেন।
এদিন নবদ্বীপের শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শন করে তারপর মায়াপুরের উদ্দেশ্যে জান তিনি। মায়াপুরে কিছু দিন কাটিয়ে সেখান থেকে চলে যাবেন তিনি মধ্যপ্রদেশে। সেখানে রয়েছে তার সঙ্গীরা, অংশগ্রহণ করবেন একটি ধর্মীয় সেমিনারে। তার এই মহান উদ্দেশ্যেকে এদিন কুর্নিশ জানালেন নবদ্বীপের স্থানীয় বাসিন্দারা। নবদ্বীপে এসে এদিন স্মরণ দাস জানালেন, পথচলতি মানুষেরা তাকে দেখে কৌতূহলবশত অনেকে জিজ্ঞাসা করেন। তিনি যখন তাদেরকে বলেন পায়ে হেঁটে বৃন্দাবন থেকে নবদ্বীপে যাচ্ছেন অনেকেই সাহায্যের জন্যে জল ও খাবার দেন। স্থানীয় নবদ্বীপের এক বাসিন্দা জানান, তারা খুবই খুশি যে বৃন্দাবন থেকে এক ব্যক্তি পায়ে হেঁটে নবদ্বীপধাম দর্শন করতে এসেছেন।
view commentsLocation :
First Published :
Mar 28, 2022 8:33 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
Nadia News- পায়ে হেঁটে সুদূর বৃন্দাবন থেকে মায়াপুরে এলেন বৃন্দাবনের বাসিন্দা স্মরণ দাস









