#নবদ্বীপ: আরম্ভর ছাড়াই রীতি ও প্রথা মেনেই পালিত হচ্ছে নবদ্বীপের রাস যাত্রা। করোনার প্রকল্পের কারণে গত বছরের ন্যায় এ বছরও প্রশাসনের তরফ থেকে বিধি নিষেধ জারি করা হয়েছে। কোন প্রকার জনসমাগম ছাড়াও নবদ্বীপের ঐতিহ্যবাহী নবমী ও আড়ং এও পড়েছে কোপ। ফলে নিয়ম বিধির বেড়াজালে এবারেও আবদ্ধ হয়ে থাকল নবদ্বীপের রাস উৎসব।
নবদ্বীপের রাসের অন্যতম জাগ্রত দেবী বড় শ্যামার পুজো শুরু হল আজ রীতি ও প্রথা অনুযায়ী। সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করেন তিনি আর তাই নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ জাগ্রত দেবী বড় শ্যামা পুজো দিতে সাধারণ ভক্তদের ভিড় তীর্থ নগরী নবদ্বীপে। সকলেই পুজোর ডালি নিয়ে কোভিদ বিধি কে মান্যতা দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুজো দিতে এসেছেন বড় শ্যামার কাছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nabadwip, Rash Yatra