হোম /খবর /নদিয়া /
নিয়মবিধির বেড়াজালে এবারেও আবদ্ধ রইল নবদ্বীপের রাস উৎসব

Rash Yatra 2021|| নিয়মবিধির বেড়াজালে এবারেও আবদ্ধ রইল নবদ্বীপের রাস উৎসব

বিধিনিষেধ মেনেই পালিত হচ্ছে নবদ্বীপের রাস-উৎসব

বিধিনিষেধ মেনেই পালিত হচ্ছে নবদ্বীপের রাস-উৎসব

Rash Yatra 2021: করোনাকে মান্যতা দিয়ে আড়ং বা শোভা যাত্রায় জনসমাগমে বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#নবদ্বীপ: আরম্ভর ছাড়াই রীতি ও প্রথা মেনেই পালিত হচ্ছে নবদ্বীপের রাস যাত্রা। করোনার প্রকল্পের কারণে গত বছরের ন্যায় এ বছরও প্রশাসনের তরফ থেকে বিধি নিষেধ জারি করা হয়েছে। কোন প্রকার জনসমাগম ছাড়াও নবদ্বীপের ঐতিহ্যবাহী নবমী ও আড়ং এও পড়েছে কোপ। ফলে নিয়ম বিধির বেড়াজালে এবারেও আবদ্ধ হয়ে থাকল নবদ্বীপের রাস উৎসব।বৈষ্ণব ও শাক্তের মিলন স্থল এখন নবদ্বীপ। মানুষের হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবী পূজিত হয় নবদ্বীপের রাসে। নবদ্বীপের রাস এলেই দেখা যাবে দেবদেবীর বিভিন্ন রূপ। ছোট-বড় মিলিয়ে কমপক্ষে ২৫০ বেশি পুজো হয়ে থাকে নবদ্বীপের রাসে। কালির বিভিন্ন রূপ থেকে শুরু করে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন, মহিষমর্দিনী মাতা, গৌরাঙ্গিনী মাতা, গঙ্গা মাতা থেকে শুরু করে ভারতমাতা বিভিন্ন দেবদেবীর পূজিত হন নবদ্বীপের রাসে। প্রথা অনুযায়ী পূর্ণিমা তিথিতে সমস্ত দেব দেবীর পুজো হয়ে থাকে নবদ্বীপে। আগামীকাল বিসর্জন বা আড়ং। করোনা আবহে বিভিন্ন পূজার মত নবদ্বীপের রাসেও কাটছাঁট করা হয়েছে। করোনাকে মান্যতা দিয়ে আড়ং বা শোভা যাত্রায় জনসমাগমে বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। প্রতিবারের মত এবারে রাসের জৌলুস না থাকলেও নিয়ম ও রীতি মেনে সমস্ত পুজো হচ্ছে।

নবদ্বীপের রাসের অন্যতম জাগ্রত দেবী বড় শ্যামার পুজো শুরু হল আজ রীতি ও প্রথা অনুযায়ী। সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করেন তিনি আর তাই নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ জাগ্রত দেবী বড় শ্যামা পুজো দিতে সাধারণ ভক্তদের ভিড় তীর্থ নগরী নবদ্বীপে। সকলেই পুজোর ডালি নিয়ে কোভিদ বিধি কে মান্যতা দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুজো দিতে এসেছেন বড় শ্যামার কাছে।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Nabadwip, Rash Yatra