ত্রিকোণ প্রেম, সম্পর্ক ছিন্ন করতে চাইলে গৃহবধূকে খুন প্রেমিকের
Last Updated:
রুদ্র নারায়ন রায়, দক্ষিণ 24 পরগনা: বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে যেতে চাইছিল প্রেমিকা। আর তার জেরেই প্রেমিকের হাতে খুন হতে হল প্রেমিকাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বিষ্ণুপুর থানার গংরাই এলাকার। মৃত প্রেমিকার নাম অঞ্জনা মন্ডল।
মৃতের পরিবারের অভিযোগ, বেশ কয়েক মাস ধরেই প্রেমিকের সাথে সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসতে চাইছিল ঐ গৃহবধূ। তা নিয়েই প্রেমিকের সাথে শুরু হয় অশান্তি। এদিন ভোরবেলায় বাড়ি থেকে লাঙ্গলবেরিয়ায় কাজের উদ্দেশ্যে বেড়িয়েছিলেন অঞ্জনা দেবী। কিন্তু, গংরাই স্কুলের কাছে আসতেই ঘটে বিপত্তি । আশেপাশে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রেমিকার পেটে ছুরি মারে অভিযুক্ত প্রেমিক শুভেন্দু মন্ডল। এরপরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই গৃহবধূ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অন্যদিকে, খুন করে মৃতদেহের পাশেই বসেছিল প্রেমিক শুভেন্দু।
advertisement
এরপরই, স্থানীয় লোকজন খবর দেন বিষ্ণুপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনায় অভিযুক্ত প্রেমিক শুভেন্দু মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।
advertisement
মৃতের বোন অঞ্জলি জানান, পরিবারের তরফ থেকে বেশ কয়েকবার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করা হয় অভিযুক্ত শুভেন্দু মন্ডলকে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি বরং দিনের পর দিন অজ্ঞনাকে প্রাণে মারার হুমকি দিত তার প্রেমিক । এমনকি বেশ কয়েকদিন ধরেই অন্যত্র গিয়ে নতুন সংসার করার জন্য চাপ দিচ্ছিল অভিযুক্ত শুভেন্দু। বিভিন্নভাবে বিরক্ত করা হয় তাকে। কিন্তু , সেই কথায় সায় দিচ্ছিলেন না অঞ্জনা৷ দুই সন্তান ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না বলেও জানিয়েছিলো সে। আর তাতে জেরেই শেষপর্যন্ত প্রেমিকের হাতে খুন হতে হল গৃহবধূ অজ্ঞনা মন্ডলকে। ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের দাবি অভিযুক্ত শুভেন্দু যেন তার যথাযোগ্য শাস্তি পায়।
view commentsLocation :
First Published :
June 21, 2021 12:50 PM IST

