হোম /খবর /মালদহ /
মালদহ শহরে দ্বিতীয় ব্লাড ব্যাংক তৈরির পরিকল্পনা

Malda News- লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের মালদহ শাখার উদ্যোগে মালদহ শহরে দ্বিতীয় ব্লাড ব্যাংক তৈরির পরিকল্পনা

X
News [object Object]

মালদহ জেলায় রক্তের সমস্যা দীর্ঘদিনের। মাঝেমধ্যে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংক রক্তশূন্য অবস্থায় পড়ে থাকে

  • Share this:

    #মালদহ- মালদহ জেলায় রক্তের সমস্যা দীর্ঘদিনের। মাঝেমধ্যে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংক রক্তশূন্য অবস্থায় পড়ে থাকে। রক্তের জোগাড় করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মীয়দের। যদিও অধিকাংশ ক্ষেত্রেই জেলার একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান আন্দোলনের সাথে যুক্ত কর্মীরা এগিয়ে আসেন রক্তের চাহিদা পূরণে। এবার মালদহ শহরে দ্বিতীয় ব্লাড ব্যাংক তৈরি করার উদ্যোগ নিল লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।

    ইতিমধ্যে লায়ন্স ক্লাবের নতুন জেলা কমিটি গঠিত হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলা ও বেশ কিছু এলাকা নিয়ে মালদহ জেলায় নতুন শাখা গঠিত হয়েছে। লায়ন্স ক্লাবের নতুন জেলার ইতিমধ্যে কমিটি তৈরি করেছে সদস্যরা। আগামী দিনে ক্লাবের উদ্যোগে বিভিন্ন কার্যকলাপ নিয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বুধবার। এই সাংবাদিক সম্মেলনে সংগঠনের নতুন কমিটির পক্ষ থেকে মালদহ জেলায় নতুন আরো একটি ব্লাড ব্যাংক তৈরি উদ্যোগের কথা জানানো হয়। ক্লাবের সদস্যরা জানান, ইতিমধ্যে ব্লাড ব্যাংক তৈরির পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই তাদের পরিকল্পনা বাস্তবায়িত করার উদ্যোগ গ্রহণ করা হবে।এছাড়াও জেলাজুড়ে একাধিক স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে সংগঠনের পক্ষ থেকে। বিশেষ করে চোখের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে। এছাড়াও মালদহ জেলার বিভিন্ন প্রান্তে সমাজসেবা মূলক একাধিক কাজ করার পরিকল্পনা নিয়েছে নতুন কমিটি।

    নতুন কমিটির গভর্নর তমাল গুপ্ত বলেন, "এতদিন আমাদের ক্লাবের হেডকোয়ার্টার শিলিগুড়ি ছিল। তবে ক্লাব সংখ্যা ও মেম্বার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মালদহ জেলায় গঠিত হলো। এই জেলার হেডকোয়ার্টার মালদহয়। আমরা ক্লাবের কমিটি ইতিমধ্যে গঠন করেছি। আগামী দিনে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি।"

    First published:

    Tags: Blood Bank, Malda