কুপন বিলির মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে শান্তিপুরে চালু হচ্ছে মা ক্যান্টিন

Last Updated:

এমতাবস্থায় শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ড এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চালু হচ্ছে মা ক্যান্টিন

লকডাউন এর জেরে কর্মহীন প্রায় অধিকাংশ মানুষ। অধিকাংশ দিনমজুর দুবেলা খাবার জোটাতেই হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ড এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চালু হচ্ছে মা ক্যান্টিন। কুপন বিলির মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে খাবার বিতরণ করা হবে মা ক্যান্টিন থেকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি শুরু হয়েছে। সেই পথ অনুসরণ করেই আজ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নদিয়ার শান্তিপুরে শুরু হলো এই কর্মসূচি। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদিয়া জেলা সভাপতি রিক্তা কুন্ডু, প্রাক্তন সভাপতির বাণী কুমার রায়, ব্লক উন্নয়ন আধিকারিক প্রণয় মুখোপাধ্যায়, ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ পূজা মৈত্র, প্রমখ নেতৃত্ববৃন্দ। উল্লেখ্য শান্তিপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যবসায়ী সমিতির সদস্যরাও এই উদ্যোগে সামিল হয়েছে।
সদ্যপ্রয়াত অজয় দের মূর্তিতে মাল্যদান করে এই অনুষ্ঠান শুরু হয়। ফুলের মালা এবং পুষ্পস্তবক দিয়ে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানানো হয়। করোনা সংক্রমনের কথা মাথায় রেখে মঞ্চের চারিদিক এবং বসার আসন স্যানিটাইজও করা হয় বলে জানা গেছে। কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তার বক্তব্য রেখে এইমা ক্যান্টিনের সূচনা করে। মা ক্যান্টিনের উদ্বোধনী অনুষ্ঠানে লোকের ভিড়ও ছিল যথেষ্ট। কমপক্ষে ৭০০ জনকে খাবার বিতরণ করা হবে এই মা ক্যান্টিন এর তরফ থেকে। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ থেকে প্রশাসন সকলেই খুশি।
বাংলা খবর/ খবর/Local News/
কুপন বিলির মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে শান্তিপুরে চালু হচ্ছে মা ক্যান্টিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement