প্রয়াত সিপিএম বর্ষীয়ান নেতা অনিল সাহা, শোকাহত শিলিগুড়ি রাজনৈতিক মহল
- Published by:Ananya Chakraborty
Last Updated:
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: প্রয়াত হলেন বামনেতা কম: অনিল সাহা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। শোকাহত শিলিগুড়ির রাজনৈতিক মহল। পরিবার সূত্রে জানা গিয়েছে, বার্ধক্যজনিত সমস্যার কারণে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
অনিলবাবু দীর্ঘদিন ধরে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির দায়িত্ব পালন করেছেন। বর্ষীয়ান নেতার মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ করেন বিজেপি ও তৃণমূলের নেতাকর্মীরা। অনিলবাবুর মৃতদেহ তাঁর বাসভবন থেকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি মহকুমা পরিষদে। সেখান থেকে মহকুমা পরিষদ ও সিপিএমের দলীয় সদস্যরা হিলকার্ট রোডে সিপিএমের দলীয় কার্যালয়ে নিয়ে আসে। কার্যালয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বামনেতা অশোক ভট্টাচার্য ও জীবেশ সরকার।
advertisement
অশোক ভট্টাচার্য বলেন, \'কেবল রাজনীতিতেই নয়, বরং শিলিগুড়ি মহকুমায় নানা উন্নয়নমূলক কাজে অনিলবাবুর যথেষ্ট অবদান ছিল। এভাবে তাঁর চলে যাওয়া আমরা মানতে পারছি না। তাঁর মৃত্যু রাজ্যের এক অপূর্ণ ক্ষতি।\'
advertisement
এদিন সিপিআই(এম)-এর দার্জিলিং জেলা কমিটির সম্পাদক জীবেশ সরকার বলেন, \'আমাদের প্রিয় নেতা, সিপিআই(এম) দার্জিলিং জেলার অন্যতম প্রবীন সংগঠক, জনপ্রিয় কৃষক নেতা তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রাক্তন সভাধিপতি অনিল সাহা দীর্ঘদিন অসুস্থতার কারণে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন (২১ জুন, ২০২১) বেলা ১১টা ২৫ মিনিটে প্রয়াত হয়েছেন। প্রিয় নেতার জীবনাবসানে শোক ও প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা সমেত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে সিপিআই(এম) দার্জিলিং জেলা কমিটি। সোমবার ও মঙ্গলবার জেলার সমস্ত পার্টির পতাকা অর্দ্ধনমিত থাকবে।\'
advertisement
দলীয় কর্মীদের পাশাপাশি এদিন অনিলবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, বিজেপি নেতা নান্টু পাল ও অন্যান্য নেতাকর্মীরা। তাঁরা জানান, অনিলবাবুর প্রয়াণ রাজ্য সহ শহরের রাজনীতির এক অপূর্ণ ক্ষতি। তাঁর আত্মার শান্তি কামনা করেন সবাই।
Location :
First Published :
June 21, 2021 9:10 PM IST