Kali Puja 2021|| মেদিনীপুরের হবিবপুরের লচি পোদ্দার বাড়ির কালীপুজো, জানুন অজানা ইতিহাস...

Last Updated:

Kali Puja 2021: কথিত আছে, পুজোর প্রতিষ্ঠাতা লক্ষী নারায়ন দে একদিন স্বপ্নাদেশ পান এই পুজোর সূচনার।

লচি পোদ্দার কালিবাড়ির প্রতিমা
লচি পোদ্দার কালিবাড়ির প্রতিমা
#খড়গপুর: পশ্চিম মেদিনীপুর জেলা শহর মেদিনীপুরের অতি প্রাচীন পুজো শহরের হবিবপুরের লচি পোদ্দার কালী বাড়ির কালি পুজো। প্রায় চার শতাধিক বছরের এই পুজো মেদিনীপুর জেলা বাসীর কাছে ধাপে ধাপে অর্জন করেছে খ্যাতি। কথিত আছে, পুজোর প্রতিষ্ঠাতা লক্ষী নারায়ন দে একদিন স্বপ্নাদেশ পান এই পুজোর সূচনার। দিন কয়েক পরেই মধ্যরাতে লক্ষী নারায়ন দের কানে ভেসে আসে নুপুর পরিহিতা মহিলার কালি বাড়ির মধ্যে বিচরণের শব্দ।
স্বপ্নাদেশে বলা হয় নুপুরের শব্দ যেখানে গিয়ে বন্ধ হবে সেইখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে হবে। সেই আদেশ অনুয়ায়ী সুচনা হয় এই কালি বাড়ির পূজোর। তবে লচি পোদ্দার নাম হয় লক্ষী নারায়ন দের নামের অংশ থেকেই। শোনা যায় লক্ষী থেকে লছমি আর লছমি থেকে লচি এবং তিনি পোদ্দারি করতেন, তার থেকে পূজোর নাম হয় লচি পোদ্দার কালি বাড়ির পূজো। পুজোতে হয় পরম্পরা অনুয়ায়ী বিভিন্ন সবজি বলি, দশমীর দিন থেকে সুচনা হয় পুজানুষ্ঠানের। এখনও প্রথা অনুযায়ী একটি অবিবাহিতা মেয়ের সারা বছরের ভোজনের পরিমাণ স্বরুপ ১০৮ কেজি চাল উৎসর্গ করা হয় ঠাকুরের উদ্দেশ্য।
advertisement
বংশানুক্রমে বর্তমানে এই পুজো করছেন বংশের ছয়জন উত্তরসূরী বা সেবাইত। পরিবারের অন্যতম সেবাইত অভিজিৎ দে জানান, পূজোর আচার নিয়মে কোনো পরিবর্তন হয়নি। তবে কোভিড বিধি নিষেধের জন্য কিছু অনুষ্ঠান কাট ছাট করতে হয়েছে। যেমন মেদিনীপুরে লচি পোদ্দার কালি বাড়ির পূজোর নিরঞ্জন দেখার জন্য মুখিয়ে থাকেন অসংখ্য মানুষ, কিন্তু কোভিড বিধিনিষেধের জন্য গত বছর থেকে বন্ধ করা হয়েছে পুরানো প্রথা অনুযায়ী গরুর গাড়িতে নিরঞ্জন। পূজোর একদিন আগে থেকেই পুজোকে ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হতো, সেগুলো বন্ধ রাখতে হয়েছে। কিন্তু পূজোর নিয়মে কোনো পরিবর্তন করা হয়নি। তবে মন্ডপে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবারও, মন্দিরের বাইরে লাগানো LED তেই দর্শন করতে হবে প্রতিমা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Kali Puja 2021|| মেদিনীপুরের হবিবপুরের লচি পোদ্দার বাড়ির কালীপুজো, জানুন অজানা ইতিহাস...
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement