#শিলিগুড়ি: ১৯৬২-তে প্যারিসে ‘থিয়েটার নেশনস’ নাট্যোৎসব শুরু হয় ২৭ মার্চ থেকে। ইউনেসকো (UNESCO) বলে দেয়, এই দিনটাই হোক বিশ্ব নাট্য দিবস। ঠিক হয়, প্রতি বছর বিশ্ব নাট্য দিবসের প্রাক্কালে একজন বিশিষ্ট নাট্যচিন্তক বা আন্তর্জাতিকভাবে সমাজ-সংস্কৃতিতে আলোড়ন তোলা কোনও বিখ্যাত মানুষ, বিশ্ব নাট্য দিবসের বক্তৃতা রাখবেন। ১৯৬২-তে আমন্ত্রিত বিশিষ্ট নাট্যজন হিসেবে প্রথম বক্তৃতা করেছিলেন জাঁ ককতো। পরের বছর আর্থার মিলার। তারপর থেকে পাবলো নেরুদা, আয়োনেস্কো, ওলে সোয়িঙ্কা, পিটার ব্রুক, এডওয়ার্ড এলবি, ভাচলভ হাভেল, আগস্তো বোয়াল-সহ অনেক বিশিষ্ট জন বিশ্ব নাট্য দিবসের বক্তৃতা দিয়েছেন!
বিশ্ব নাট্য দিবসে প্রয়াত শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তাঁর রচিত নাটক 'সেরিবা সেরিবান' প্রযোজনা করে শিলিগুড়ি বনমালা নাট্যগোষ্ঠী। নাট্য দিবস উপলক্ষে শিলিগুড়ির চার্চ রোড লাগোয়া মডেলা কেয়ারটেকার সেন্টার ও স্কুল (modella caretaker centre and school) -এ এই আয়োজন করা হয়। শিলিগুড়ি বনমালা আয়োজিত এই অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি সহযোগিতা করে অ্যাসোসিয়েশন ফর কনসার্ভেশন অ্যান্ড ট্যুরিজম (act)।
এছাড়াও এদিন বিভিন্ন নাট্যগোষ্ঠী যেমন হলদিবাড়ি কোলাজ, শিলিগুড়ি এনসেম্বেল, উত্তরী হাওয়ার নাটক এই অনুষ্ঠানে অন্য মাত্রা এনে দেয়। শিলিগুড়ি বনমালা নাট্যগোষ্ঠীর তরফে বিশ্বজিৎ রায় বলেন, 'এক বছর ধরে বিখ্যাত শিল্পী অজয় সরকারের তত্ত্বাবধানে চলবে ওয়ার্কশপ (workshop)। আমরা চাই উত্তরের নাটক ও উত্তর থেকে নাট্যকর্মীরা প্রচারের আলোয় আসুক। আমরা ছোটদের নিয়ে বিভিন্ন নাটকের আয়োজন করে থাকি বছরভর। থিয়েটারের সঙ্গে যুক্ত মানুষরা দেশের জন্য বিভিন্ন সময়ে অবদান রেখে গিয়েছেন। আমরা চাই এই সংস্কৃতি বহাল থাকুক।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Siliguri