জলপাইগুড়িতে দুই মনীষীর জন্মদিন পালন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
মাল্যদান করেন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন।
#জলপাইগুড়ি: দুই বিখ্যাত মনীষীর জন্মদিন একসঙ্গে পালন জলপাইগুড়িতে। উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির দুই কৃতি সন্তানের জন্মদিন পালন। এদিন জলপাইগুড়ির সরোজেদ্রদেব রায়কত কলাকেন্দ্রে জগদিদ্রদেব রায়কতের ১৫৮তম জন্মদিন ও সরোজেদ্রদেব রায়কতের ১২৩তম জন্মদিন পালন করল মহীষী স্মৃতি রক্ষা কমিটি। এই দুই মনীষী আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। মাল্যদান করেন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন। উপস্থিত ছিলেন মনীষী স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক উমেশ শর্মা, পূর্ণপ্রভা বর্মন সহ অন্যান্যরা।
Location :
First Published :
September 17, 2021 1:46 PM IST