Laxmi Puja 2021| Bengal News: কোজাগরী পুজোতেও দেখা মেলেনি 'লক্ষ্মীর', বিষন্ন জলপাইগুড়ির শোলা শিল্পীরা
- Published by:Pooja Basu
Last Updated:
বংশ পরম্পরায় হাতের কাজ করে আসছেন জলপাইগুড়ির (Bengal news, Jalpaiguri) মালকানি মালিপাড়া শোলা শিল্পীরা।
#জলপাইগুড়ি: কোজাগরী লক্ষ্মীপুজোতে (Laxmi Puja) জলপাইগুড়ির মালকানি মালিপাড়ায় জোর কদমে চলছে লক্ষ্মীপুজোর কদম ফুল সহ, পুজোর বিভিন্ন সামগ্রী তৈরির কাজ। প্রতিবছর লক্ষ্মীপুজোর (Bengal Laxmi Puja 2021) আগে এদের ব্যস্ততা থাকে তুঙ্গে। নাওয়া-খাওয়া ভুলে এখন শুধু পুজোর সামগ্রী বানাতেই ব্যস্ত হয়ে পড়েছেন পরিবারের এই লক্ষ্মীরা। শিল্পীদের হাতে তৈরি এই সামগ্রী খুবই হালকা হওয়ায় এর কদরও বেশী। কিন্তু ওজনে হালকা হওয়ার সঙ্গে, দামও তাঁরা হালকা-ই পান বলে আক্ষেপ শিল্পীদের।
বংশ পরম্পরায় হাতের কাজ করে আসছেন জলপাইগুড়ির (Bengali News, Jalpaiguri) মালকানি মালিপাড়া শোলা শিল্পীরা। কিন্তু বছরের পর বছর গেলেও মেলেনি কোন সরকারি সাহায্য। আর্থিকভাবে পিছিয়ে পরা হস্ত শিল্পীদের, সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ জলপাইগুড়ি সদর ব্লকের খাড়িজা বেরুবাড়ি ২ নম্বর গ্রামপঞ্চায়েত এলাকার মালকানি মালিপাড়ার শোলা শিল্পীদের।
advertisement
advertisement
মালকানি বাজার থেকে দক্ষিণ দিকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা ধরে প্রায় এক কিলোমিটার এগিয়ে গেলেই মালিপাড়া প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় থেকে কিছুটা এগিয়ে গেলেই দুই-তিনটি বাঁশ ঝাড়ের নীচে বস্তা পেতে বসে একমনে শোলা কেটে বিভিন্ন জিনিস তৈরি করতে দেখা যাবে বাড়ির মহিলা থেকে যুবকদের। এঁদের কাজে সাহায্যের হাত বাড়ির দেন পরিবারের পঞ্চাশোর্ধ্ব ব্যাক্তিরাও (shola workers)। পরণে লুঙ্গি, গামছা এবং গেঞ্জি, কেউ আবার প্রচন্ড গরমের কারণে খালি গায়েই কাজ করে চলেছেন৷
advertisement
ফণী মালাকার ছাড়াও কল্যাণী মালাকার, ভানু মালাকারা বলেন, 'একেই আর্থিক অনটন, তার ওপরে লকডাউনের ফলে আর্থিক সঙ্কট (poverty) আরও বেড়েছে। সরকারিভাবে কোন সুবিধা পাওয়া যায় না। আগে চাহিদা থাকলেও এখন অনুষ্ঠান কেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে শোলার কাজ। তাছাড়া শোলার দাম বেড়ে যাওয়ায় লাভের চাইতে লোকসানের মুখ দেখতে হয়।'
advertisement
বলাবাহুল্য, এই মালিপাড়া এলাকায় প্রায় ৮৫টি পরিবার এই শোলার শিল্পের সঙ্গে যুক্ত। প্রতিটি পরিবারের কিশোর-কিশোরীরা থেকে বৃদ্ধ-বৃদ্ধা পর্যন্ত সকলেই দক্ষ হাতে শোলা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে থাকেন।
Vaskar Chakraborty
Location :
First Published :
October 20, 2021 11:00 AM IST
বাংলা খবর/ খবর/Local News/
Laxmi Puja 2021| Bengal News: কোজাগরী পুজোতেও দেখা মেলেনি 'লক্ষ্মীর', বিষন্ন জলপাইগুড়ির শোলা শিল্পীরা