Howrah news| Lakshmi puja: হাওড়ার লক্ষ্মীগ্রামে তিন দিন ধরে চলে লক্ষ্মীপুজো

Last Updated:

Howrah news| Lakshmi puja: এখানকার লক্ষ্মীপুজোর বাজেটও থাকে জেলার যে কোনো দুর্গাপুজাকে টেক্কা দেওয়ার মতোই । দুই থেকে পনেরো লাখের মধ্যে ।

photo source local 18
photo source local 18
#হাওড়া: কলকাতার দুর্গাপুজো (Durga puja) , চন্দননগরের জগদ্ধাত্রী পুজো , বারাসতের কালীপুজোর (Kali puja) সাথে তো আপামর বাঙালিই পরিচিত । কিন্তু জানেন কি হাওড়ার মধ্যেই এমন একটা গ্রাম রয়েছে যেখানে তিনদিন ধরে জাঁকজমকভাবে পালিত হয় লক্ষ্মীপুজো (Lakshmi puja celebrated in Howrah) ।
তাও যে সে ভাবে নয় , দুর্গাপুজোর মতো এক্কেবারে থিম পুজো করেই হয় লক্ষ্মীপুজো (Lakshmi puja celebrated in Howrah)। হ্যাঁ , এই ভাবেই বছরের পর বছর ধরে মহা ধুমধামে লক্ষ্মীপুজো পালিত হচ্ছে হাওড়া আমতার জয়পুরের খালনা গ্রামে ।
খালনা গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ১০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে লক্ষীপুজো । লক্ষ্মীপুজোর (Lakshmi puja celebrated in Howrah)আধিক্যের জন্য বাইরের জগতের কাছে গ্রামটি লক্ষ্মীগ্রাম হিসেবেও বেশ পরিচিত হয়েছে । দুর্গাপুজোর দশমী কাটলেই এই গ্রামে লক্ষ্মীপুজো নিয়ে শুরু হয়ে যায় সাজো সাজো রব ।
advertisement
advertisement
হাওড়ার এই গ্রামটিতে ২৫ হাজারের সামান্য বেশি লোকের বাস । গ্রামের এক বাসিন্দার কথায় আনুমানিক প্রায় ১৫০ বছর আগে এই গ্রামে শুরু হয় লক্ষ্মীপুজো । তার পর থেকে বংশ পরম্পরায় চলে আসছে এই পুজো(Lakshmi puja celebrated in Howrah) । বর্তমানে ছোটো , বড়ো , ক্লাব - বারোয়ারী , বাড়ির পুজো সব মিলিয়ে ১৫০ টিরও বেশি লক্ষ্মীপুজো হয় এই গ্রামে ।
advertisement
তিনি জানান , গ্রামে দুর্গাপুজো নয় জাঁকজমকভাবে পালিত হয় লক্ষ্মীপুজোই । আগেকার দিনে , গ্রামের বেশিরভাগ মানুষই চাষ-বাসের সাথে যুক্ত থাকায় ফসলের বেশি দাম পেলেই জাঁকজমক ভাবে ধনদেবী লক্ষ্মীর পুজো (Lakshmi puja celebrated in Howrah)সম্পন্ন করতেন তারা ।
প্রথমে শুধুমাত্র অভিজাত বাড়িগুলিতেই এই পুজো সম্পন্ন হলেও বর্তমানে বহু বারোয়ারি পুজোও অনুষ্ঠিত হয় এই গ্রামে । থিম , প্রতিমা ও মন্ডপ নিয়ে নিজেদের মধ্যে কম্পিটিশনও চলে লক্ষ্মীপুজো নিয়ে । এখানকার লক্ষ্মীপুজোর(Lakshmi puja celebrated in Howrah) বাজেটও থাকে জেলার যে কোনো দুর্গাপুজাকে টেক্কা দেওয়ার মতোই ।
advertisement
দুই থেকে পনেরো লাখের মধ্যে । চারুময়ী লক্ষ্মীতলা , কৃষ্ণরায়তলা , খালনা বাজারের আমরা সবাই , বারুইপাড়া মিলন সংঘ , ক্ষুদিরামতলা সর্বজনীন , আনন্দময়ী তরুণ সংঘের লক্ষ্মী পুজো (Lakshmi puja celebrated in Howrah)দেখতে প্রতিবছরই ভিড় জমান বহু উৎসাহী মানুষ ।
যদিও এই বছর করোনা পরিস্থিতিতে ও প্রাকৃতিক দুর্যোগের জেরে বেশ কয়েকটি পুজো কমিটিই তাদের লক্ষ্মী পুজোর (Lakshmi puja celebrated in Howrah)বাজেট বেশ কিছুটা কমিয়ে এনেছে । যদিও তাতে ধনদেবীর আরাধনায় কোন প্রকার ভাটা পড়বে না বলেই মনে করছেন গ্রামের বাসিন্দারা ।
advertisement
Santanu Chakraborty
বাংলা খবর/ খবর/Local News/
Howrah news| Lakshmi puja: হাওড়ার লক্ষ্মীগ্রামে তিন দিন ধরে চলে লক্ষ্মীপুজো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement