Bangla News|| খালের জলে ভেসে উঠল হাজার হাজার মরা মাছ, পশ্চিম মেদিনীপুরের জকপুরে চাঞ্চল্য

Last Updated:

Bangla News: জলে ভাসছে বড়বড় মরা মাছ। ছোট মাছ থেকে শুরু করে সাপ-ব্যাঙও ভাসছে। বৃহস্পতিবার সকালে এমনটাই ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার জকপুর এলাকায়।

ক্যানেল থেকে মরা মাছ নিয়ে বাড়ির পথে যুবক
ক্যানেল থেকে মরা মাছ নিয়ে বাড়ির পথে যুবক
#খড়গপুর: ঘুম থেকে উঠে মাঠে যাওয়ার পথে খালের দিকে তাকাতেই চক্ষু চড়কগাছ রাজারাম, স্বপন, দিবাকরদের! জলে ভাসছে বড়বড় মরা মাছ। ছোট মাছ থেকে শুরু করে সাপ-ব্যাঙও ভাসছে। বৃহস্পতিবার সকালে এমনটাই ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার জকপুর এলাকায়! খালের জলে ভেসে উঠছে মরা মাছ। তাতে কি! 'মৎস্য ধরিব খাইব সুখে' বলে সেই মরা মাছ ধরতেই উৎসাহের অন্ত নেই স্থানীয় বাসিন্দাদের। সকাল থেকেই চলল মাছ ধরা। তবে, কপালে দুঃশ্চিন্তার রেখাও দেখা দিল গ্রামবাসীদের মধ্যে। হঠাৎ কেন এত মাছ মরে গেল? তাঁদের অনুমান, আশেপাশের কলকারখানার দূষিত জল থেকেই এত মাছ মরে গেছে!
খড়্গপুর দু'নম্বর ব্লকের জকপুর এলাকায় আজ সকালে এই খবর চাউর হতেই, আশেপাশের গ্রাম থেকেও লোকেরা ভিড় জমান! ঈষৎ আতঙ্ক আর প্রবল উৎসাহ দেখা দেয় স্থানীয়দের মধ্যে। জাল নিয়ে মাছ ধরতে শুরু করেন এলাকার অনেকেই। তিন-চার কেজি থেকে শুরু করে তিন-চারশো গ্রামের মাছ উঠলো। তবে, বড় বড় বেশ কয়েকটি সাপকেও পাওয়া গেল মৃত অবস্থায়! কেন এমন হল? রাজারাম মুদি নামে এক গ্রামবাসী বললেন, "আজ সকালে আমরা দেখি ছোট থেকে বড় মরা মাছ খালের জলে ভেসে উঠেছে। তার সাথে সাথে সাপ মরে গিয়ে এই খালের জলে ভেসে উঠেছে।
advertisement
স্থানীয় কিছু কারখানার দূষিত জল এই খালের দিয়ে যায়। তাই খালের জল দূষিত হওয়ার কারণে মাছ মরে ভেসে উঠছে।" যদিও, এলাকার মানুষ লোভ সামলাতে না পেরে সেই মরা মাছ-ই ধরে নিয়ে যায়। স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান, এলাকাবাসীকে এই মাছ না খাওয়ার জন্য সচেতন করা হয়েছে। তবে, দারিদ্র্য ও আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দারা তাতে বিশেষ গুরুত্ব দেননি। যদিও ক্ষোভ প্রকাশ করে কয়েকজন জানালেন, "কলকারখানার দূষিত জলের জন্য আমাদের চাষবাসের ক্ষতি হচ্ছে, ধানজমি নষ্ট হয়ে যাচ্ছে, আর পুকুর-খালের মাছও মারা যাচ্ছে!"
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Bangla News|| খালের জলে ভেসে উঠল হাজার হাজার মরা মাছ, পশ্চিম মেদিনীপুরের জকপুরে চাঞ্চল্য
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement