জেলার বাস্তুতন্ত্র রক্ষায় উলুবেড়িয়ায় পালিত হল বিশ্ব সর্প দিবস

Last Updated:

উলুবেড়িয়ায় কর্মশালার মাধ্যমে পালিত হলো বিশ্ব সর্প দিবস। l

 হাওড়া :- সাপ দেখলেই তাকে মেরে দেওয়ার একটি ভ্রান্ত ধারণার ফলে রাজ্য ও গোটা দেশে প্রতিদিন কমছে সাপের সংখ্যা । এক্ষেত্রে জনরোষের কবলে পড়ে বিষধর সাপের পাশাপাশি মৃত্যু হয় বিষ বিহীন সাপেরও । কিন্তু পৃথিবীতে বিষ বিহীন সাপের তুলনায় বিষধর সাপের সংখ্যা নেহাতই কম । ধরিত্রীর বুকে মোট ৩০০০ এরও বেশি সাপের প্রজাতি পাওয়া গেলেও তাদের মধ্যে বিষধর মাত্র ৬০০ র মতো প্রজাতির সাপেরা । তাদের মধ্যে প্রবল বিষধর রয়েছে হাতে গোনা মাত্র কয়েকটি প্রজাতিই । যদিও প্রকৃতিতে বাস্তুতন্ত্র রক্ষার পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানে ও সাপের দংশনের প্রতিষেধক প্রস্তুতিতেও অপরিসীম গুরুত্ব এই বিষধর সাপগুলির ।
তাই পরিবেশের বাস্তুতন্ত্র রক্ষায় শুক্রবার ১৬ ই জুলাই বিশ্ব সর্প দিবসের দিনটি পালিত হলো হাওড়ার উলুবেড়িয়ায় । সাপকে আরো নিখুঁতভাবে জানা , বোঝা ও সাপে কাটা প্রতিরোধ এবং নিরাময় নিয়ে হাতে কলমে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের উদ্যোগে আয়োজিত কর্মশালার মাধ্যমে পালিত হয় দিনটি । কর্মশালার মাধ্যমে , সাপের দংশনে ওঝার কাছে না গিয়ে উন্নত চিকিৎসার সাহায্য নেওয়ার সামাজিক বার্তাও ছড়িয়ে দেন মঞ্চের সদস্যরা। পাশাপাশি , এইদিন হাওড়া জেলার নানা প্রান্ত থেকে আসা ৩৫ জন পরিবেশপ্রেমীকে এই বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয় ওই কর্মশালার মাধ্যমে । এর থেথ উলুবেড়িয়ার জগৎপুরের আনন্দ ভবন ডেভ এন্ড ব্লাইন্ড স্কুলের সভাগৃহে আয়োজিত হয় এই অনুষ্ঠান।
advertisement
এদিনের অনুষ্ঠানে সাপ বিষয়ে বক্তব্য রাখেন পরিবেশপ্রেমী , অধ্যাপক ও গবেষক শ্রী কৌষিক প্রামানিক( প্রেসিডেন্সি কলেজ) , সমাজ সেবক সাইদুর রহমানের মতো বিশিষ্টরা। এর সাথে , সাপ সম্পর্কে চেনানোর পাশাপাশি পরিবেশে সাপের গুরুত্ব নিয়ে বোঝালেন বিশিষ্ট সর্প বিশেষজ্ঞ তথা নয়াচর যদুনাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রী সন্দীপ সরকার । অন্যদিকে , সাপে কাটলে কিভাবে রোগীকে বাঁচানো হবে, কিভাবে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিভাবে চিকিৎসা হয় সেগুলি হাতে কলমে দেখালেন সর্পবিষ বিশেষজ্ঞ শুভেন্দু মুখার্জী। এরই সাথে এদিনের এই অনুস্থানে , হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্য শুভজিৎ মাইতি নবাগত পরিবেশ প্রেমীদের সামনে সাপ উদ্ধারের নানা যন্ত্রপাতি নিয়ে ডেমোস্ট্রেশনও দেন । পাশাপাশি বিশ্ব সর্প দিবসের এই অনুষ্ঠানের মাধ্যমে , পরিবেশে সাপ বাঁচানোর অঙ্গীকারও নেন পরিবেশ প্রেমীরা।
advertisement
advertisement
শান্তনু চক্রবর্তী
বাংলা খবর/ খবর/Local News/
জেলার বাস্তুতন্ত্র রক্ষায় উলুবেড়িয়ায় পালিত হল বিশ্ব সর্প দিবস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement