Howrah news: একটানা বৃষ্টিতে লক্ষ্মীপুজোর অগ্নিমূল্যের বাজারে কাহিল ক্রেতা ও বিক্রেতারা

Last Updated:

Howrah news: প্রায় সবকটি ফলেরই কেজি প্রতি দের থেকে দ্বিগুণ দাম বেড়েছে । পাল্লা দিয়ে সবজিরও দামও বেড়েছে কয়েক গুণ ।

#হাওড়া: দুর্গাপুজার দশমীর পর থেকেই বাঙালির মধ্যে শুরু হয়ে যায় লক্ষ্মী পুজোর প্রস্তুতি । বিষাদের সুরে দেবী দুর্গার বিসর্জনের পরে পরেই বাঙালি আবার নতুন করে মেতে ওঠে ধনদেবী মা লক্ষ্মীর আরাধনায় । ধনী থেকে শুরু করে মধ্যবিত্ত , লক্ষ্মী লাভের আশায় সবাই প্রার্থনা করে মা লক্ষ্মীর কাছে ।
যদিও এই বছর গভীর নিম্নচাপের জেরে নবমী থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে যেসকল ব্যবসায়ীরা লক্ষ্মী লাভের আশায় লক্ষ্মীপুজোয় ব্যবহৃত সামগ্রীর পসরা সাজিয়ে বসিয়েছিলেন , কার্যত মুখ শুন্য করেই বাড়ি ফিরতে হচ্ছে তাদের ।
করোনা ও লকডাউনের জেরে কাজ হারিয়ে অনেকেই এই বছর লক্ষ্মী প্রতিমা বিক্রি করে কিছুটা লাভের মুখ দেখার আশা করেছিলেন । কিন্তু একটানা বৃষ্টিতে একদিকে যেমন অনেক মূর্তিরই ক্ষতি হয়েছে তেমনই আর্থিক অনটনে অনেকেই এইবার পুজোয় আগ্রহ দেখায়নি বলে প্রতিমা বিক্রি অনেকটাই কম হয়েছে । হাওড়ার কালিবাবুর বাজারের এক প্রতিমা বিক্রেতার সাথে কথা বলে এমন তথ্যই জানা গেল ।
advertisement
advertisement
একদিকে যেমন লকডাউন পরিস্থিতিতে কাঁচামালের যোগান কম থাকায় প্রতিটি লক্ষ্মী প্রতিমারই দাম বেড়েছে ২০০ - ৩০০ টাকা করে , অন্যদিকে তেমনই একটানা বৃষ্টি , পেট্রোল - ডিজেলের দাম বৃদ্ধির জেরে আগুন সবজি ও ফলের বাজার ।
ফলে মানুষের ভিড় কমেছে ফল ও সবজি বাজারে । প্রায় সবকটি ফলেরই কেজি প্রতি দের থেকে দ্বিগুণ দাম বেড়েছে । পাল্লা দিয়ে সবজিরও দামও বেড়েছে কয়েক গুণ ।বন্যায় জেলার ফুল চাষে ব্যাপক ক্ষতি হওয়ার ফলে , সেখানেও বাজার কার্যত আগুন।
advertisement
সবমিলিয়ে লক্ষ্মী পুজোর জোগাড় করতে গিয়ে কার্যত পকেট গড়ের মাঠ হয়ে যাচ্ছে মধ্যবিত্ত বাঙালির । করোনা পরিস্থিতিতে আর্থিকভাবে কিছুটা সচ্ছল হবার আশায় মা লক্ষ্মীর আরাধনা করা বাঙালির অবস্থা যে কার্যত কাহিল তা বলাই যায় ।
Santanu Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Howrah news: একটানা বৃষ্টিতে লক্ষ্মীপুজোর অগ্নিমূল্যের বাজারে কাহিল ক্রেতা ও বিক্রেতারা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement