কসবায় জাল ভ্যাকসিন কাণ্ডের জের, উত্তর হাওড়ার ভ্যাকসিন সেন্টারগুলোতে আচমকা পরিদর্শন বিধায়কের

Last Updated:

যদিও কসবা কাণ্ডের আগে বেসরকারি হাসপাতাল গুলির সঙ্গেগাঁটছড়া বেঁধে নিজেদের কর্মী ও সদস্যদের ভ্যাক্সিনেশন করানো হচ্ছিলো হাওড়াসহ রাজ্যের একাধিক আবাসন ও ক্লাবগুলির উদ্যোগে ।

#হাওড়া: কসবায় নকল IAS দেবাঞ্জন দেবের জাল ভ্যাকসিন কান্ডের জেরে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। একদিকে বিরোধীরাক্যাম্প খাটিয়ে এই নকল ভ্যাক্সিনেশনের পিছনে কলকাতা পুরসভা ও রাজ্যে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের যোগসুত্র দেখছে। অন্যদিকেবারবার রাজ্যের শাসক দলের তরফ থেকে খারিজ করা হয়েছে এই অভিযোগ। এই নকল ভ্যাক্সিনেশন ক্যাম্প নিয়ে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভও দেখানো হয়েছে সিপিআইএম ও বিজেপির তরফ থেকে । ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে কেবলমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্র,হাসপাতাল ও বেসরকারি হাসপাতালথেকেই মিলবে ভ্যাকসিন।
যদিও কসবা কাণ্ডের আগে বেসরকারি হাসপাতাল গুলির সঙ্গেগাঁটছড়া বেঁধে নিজেদের কর্মী ও সদস্যদের ভ্যাক্সিনেশন করানো হচ্ছিলো হাওড়াসহ রাজ্যের একাধিক আবাসন ও ক্লাবগুলির উদ্যোগে ।জাল ভ্যাক্সিন কাণ্ডের পর এবার সজাগ উত্তর হাওড়ার বিধায়ক শ্রী গৌতম চৌধুরী। সোমবার হাওড়া পৌরো নিগমের জটাধারী পার্ক , সীতানাথ বোস লেন , ঘোড়াঘাটালের তিন সরকারী টিকাকরণ কেন্দ্রে হঠাৎ করে পরিদর্শনে গেলেন তিনি। ইতিমধ্যেই হাওড়ার বিভিন্ন এলাকার ভ্যাক্সিনেশন সেন্টার গুলিতে ভোর চারটে থেকে লাইন পড়ছে এই খবর আগেই জানতে পেরেছিলেন তিনি। তাই স্বাস্থ্য কেন্দ্রগুলির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তিনি পরামর্শ দিলেন যাতে সকাল দশটা থেকেই ভ্যাক্সিনেশন সেন্টারগুলির বাইরে লাইন শুরু হয় , সেই ব্যাপারে যেন নজর রাখা হয়। এরই সঙ্গেওই এলাকা গুলিতে, সবাই যাতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকেই করোনা ভাইরাসের ভ্যাকসিনগ্রহণ করে সেই নিয়ে প্রচার অভিযানও চালানো হবে বলে জানান উত্তর হাওড়ার এই বিধায়ক।পাশাপাশি , ভ্যাকসিনেশনের সঙ্গেযুক্ত স্বাস্থ্যকর্মীরা যাতে কোনো প্রলোভনে পা দিয়ে অনৈতিক কাজে না যুক্ত হয়ে পড়ে, সেই নিয়েও সতর্ক করলেন তিনি। বিধায়কের এই আচমকা পরিদর্শন , জনগণের স্বাস্থ্য নিয়ে খেলা অসাধু চক্রের সঙ্গেযুক্তদের অনেকটাই খর্ব করবে বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
advertisement
Santanu Chakraborty
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
কসবায় জাল ভ্যাকসিন কাণ্ডের জের, উত্তর হাওড়ার ভ্যাকসিন সেন্টারগুলোতে আচমকা পরিদর্শন বিধায়কের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement