হাওড়াজুড়ে বিধায়কদের উদ্যোগে পালিত হল ‘খেলা হবে দিবস’
- Published by:Simli Raha
Last Updated:
হাওড়াজুড়ে বিধায়কদের উদ্যোগে পালিত হল ‘খেলা হবে দিবস’ । এ দিন উত্তর হাওড়ার ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা বাপি মান্নার উদ্যোগে ‘খেলা হবে দিবস’ কর্মসূচি পালন করা হয় ।
শান্তনু চক্রবর্তী, হাওড়া: ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল রাজনৈতিক স্লোগান ছিল 'খেলা হবে' । গত ২মে রাজ্যে নির্বাচনের ফল প্রকাশে তৃণমূলের বিপুল ব্যবধানের কারণ হিসেবে বঙ্গ সরকারের একাধিক প্রকল্প ও 'খেলা হবে' স্লোগানকেই এগিয়ে রেখেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । তৃণমূলের এই শ্লোগানের জনপ্রিয়তা দেখে আপ্লুত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । এরপরে কালিঘাট থেকে তিনি ঘোষণা করেন ১৬ আগস্ট রাজ্য সরকারের তরফ থেকে 'খেলা হবে দিবস' পালন করার কথা ।
গত বিধানসভা নির্বাচনে হাওড়াতে বিরোধীদের কার্যত হোয়াইটওয়াশ করে ১৬ - ০ ব্যবধানে জেলার সবকটি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস । তাই সভানেত্রীর বার্তায় জেলার তৃণমূলী বিধায়করা যে জেলা জুড়ে খেলা দিবসের কর্মসূচিকে প্রচারের আঙিনায় মুড়ে ফেলবে এ কথা আগেই ভেবেছিল জেলার রাজনৈতিক মহল । জেলা জুড়ে সর্বত্রই পড়তে থাকে বিধায়কদের খেলা দিবসের পোস্টার । সেইসব পোস্টারে পায়ে ফুটবল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অরূপ রায় , গৌতম চৌধুরী , কল্যাণ ঘোষের মতো বিধায়কদের ।
advertisement
এ দিন উত্তর হাওড়ার ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা বাপি মান্নার উদ্যোগে খেলা হবে দিবস কর্মসূচি পালন করা হয় । অনুষ্ঠানে ঘুশুড়ি HIT মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত করা হয় । বাপি মান্না একাদশ এবং উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী একাদশ টিমের মধ্যে এই খেলায় উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী।
advertisement
advertisement
অন্যদিকে হাওড়া পৌরসভার প্রাক্তন মেয়র পরিষদের সদস্য ও IFA এর সহ-সভাপতি শ্যামল মিত্রর উদ্যোগে হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে অরূপ রায় একাদশ ও হাওড়া DSA XI এর মধ্যে আয়োজিত হয় প্রীতি ফুটবল ম্যাচ । সেখানে উপস্থিত ছিলেন মধ্য হাওড়ার বিধায়ক ও রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় । তিনি সাংবদিকদের জানান, দিদি ১৬ আগস্ট রাজ্যজুড়ে খেলা হবে দিবসের ঘোষণা করেন সেই অনুযায়ী রাজ্যের সব প্রান্তেই আজ খেলা হচ্ছে । তবে বাইরের রাজ্যে ও ত্রিপুরায় যে খেলা হবে দিবস পালিত হচ্ছে সেই সম্পর্কে কিছু জানাননি তিনি।
view commentsLocation :
First Published :
August 16, 2021 9:01 PM IST