Durga puja 2021 | Howrah News: বাড়তে পারে অর্ডার! আশায় কুমোরটুলির প্রতিমা শিল্পীরা
- Published by:Piya Banerjee
Last Updated:
Durga puja 2021: করোনা ভাইরাস (coronavirus) ও লকডাউনের জেরে গত বছরের মতো এই বছরেও এখনও অনিশ্চিত দুর্গাপুজো । তাই সেভাবে অর্ডার আসেনি বলেই জানাচ্ছেন জেলার প্রতিমা শিল্পীরা ।
#হাওড়া : পুজো (Durga puja 2021) আসতে আর বাকি নেই এক মাসও । দেশজুড়ে মারণ ভাইরাসের সংক্রমণ আসার আগে ঠিক এই সময়টাতেই চরম ব্যস্ততার মধ্যে থাকতেন জেলার প্রতিমা শিল্পীরা (Durga Idol) । নতুন করে অর্ডার নেওয়া তো দূরের কথা , মাথার ঘাম পায়ে ফেলারও সময় থাকত না তাদের । কিন্তু করোনা ভাইরাস (coronavirus) ও লকডাউনের জেরে গত বছরের মতো এই বছরেও এখনও অনিশ্চিত দুর্গাপুজো । তাই সেভাবে অর্ডার আসেনি বলেই জানাচ্ছেন জেলার প্রতিমা শিল্পীরা ।
" এখন আর আগের মতো বাজার নেই । " করোনা আবহে ঠিক এই ভাবেই নিজেদের আর্থিক দুর্দশার কথা বেদনার সুরে জানাচ্ছেন হাওড়ার অঙ্কুরহাটি চেক পোস্টের কাছে অবস্থিত কুমোরটুলির প্রতিমা শিল্পীরা । বহু বছর ধরে এখানকার বেশ কয়েকটি পরিবার নির্ভরশীল প্রতিমা (Durga puja 2021) তৈরীর কাজের সাথে ।
প্রতিমা শিল্পী বাবু পাল জানান , " আগে যেখানে৩০ থেকে৪০ হাজার টাকা দামের প্রতিমার চাহিদা সবচেয়ে বেশি থাকত , সেখানে বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ পুজো কমিটিগুলিই তাদের প্রতিমার বাজেট কমিয়ে এনেছে ১৫ থেকে ২০ হাজার টাকায় । অন্যদিকে দীর্ঘদিন ব্যপী লকডাউনের জেরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে কাপড় , বাস , রং , পেরেক প্রভৃতি কাঁচা মালগুলির । আগে বছরে আমাদের কাজ থাকত ছয় থেকে আট মাস । কিন্তু করোনার জেরে বেশিরভাগ পুজো (Durga puja 2021) বন্ধ থাকায় , এখন বছরে কাজ হচ্ছে মাত্র দু তিন মাস । " যে সমস্ত কারিগররা অন্য কাজ জানতো , তারা প্রতিমা তৈরি ছেড়ে সেই কাজেই মন দিয়েছে বলেও জানান তিনি ।
advertisement
advertisement
সেখানকার আরেক প্রতিমা শিল্পীর মুখেও শোনা গেল সেই একই বেদনার সুর । আগে ৩০ টিরও বেশি ঠাকুরের বরাত পেলেও , বর্তমানে ১৫ টির মতো প্রতিমা তৈরির বরাত পেয়েছেন তিনি । তবে তিনি আশা রাখছেন । সরকার সাহায্য করলে আগামী দিনে কিছুটা হলেও প্রতিমা ( Durga Idol) তৈরির অর্ডার বাড়তে পারে ।
advertisement
শান্তনু চক্রবর্তী
Location :
First Published :
September 14, 2021 10:50 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
Durga puja 2021 | Howrah News: বাড়তে পারে অর্ডার! আশায় কুমোরটুলির প্রতিমা শিল্পীরা