Durga puja 2021 | Howrah News: বাড়তে পারে অর্ডার! আশায় কুমোরটুলির প্রতিমা শিল্পীরা 

Last Updated:

Durga puja 2021: করোনা ভাইরাস (coronavirus) ও লকডাউনের জেরে গত বছরের মতো এই বছরেও এখনও অনিশ্চিত দুর্গাপুজো । তাই সেভাবে অর্ডার আসেনি বলেই জানাচ্ছেন জেলার প্রতিমা শিল্পীরা ।

#হাওড়া :  পুজো (Durga puja 2021) আসতে আর বাকি নেই এক মাসও । দেশজুড়ে মারণ ভাইরাসের সংক্রমণ আসার আগে ঠিক এই সময়টাতেই চরম ব্যস্ততার মধ্যে থাকতেন জেলার প্রতিমা শিল্পীরা (Durga Idol)  । নতুন করে অর্ডার নেওয়া তো দূরের কথা , মাথার ঘাম পায়ে ফেলারও সময় থাকত না তাদের । কিন্তু করোনা ভাইরাস (coronavirus)  ও লকডাউনের জেরে গত বছরের মতো এই বছরেও এখনও অনিশ্চিত দুর্গাপুজো । তাই সেভাবে অর্ডার আসেনি বলেই জানাচ্ছেন জেলার প্রতিমা শিল্পীরা ।
" এখন আর আগের মতো বাজার নেই । " করোনা আবহে ঠিক এই ভাবেই নিজেদের আর্থিক দুর্দশার কথা বেদনার সুরে জানাচ্ছেন  হাওড়ার অঙ্কুরহাটি চেক পোস্টের কাছে অবস্থিত কুমোরটুলির প্রতিমা শিল্পীরা । বহু বছর ধরে এখানকার বেশ কয়েকটি পরিবার নির্ভরশীল প্রতিমা (Durga puja 2021)   তৈরীর কাজের সাথে ।
প্রতিমা শিল্পী বাবু পাল জানান , " আগে যেখানে৩০ থেকে৪০ হাজার টাকা দামের প্রতিমার চাহিদা সবচেয়ে বেশি থাকত , সেখানে বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ পুজো কমিটিগুলিই তাদের প্রতিমার বাজেট কমিয়ে এনেছে ১৫ থেকে ২০ হাজার টাকায় ।  অন্যদিকে দীর্ঘদিন ব্যপী লকডাউনের জেরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে কাপড় , বাস , রং , পেরেক  প্রভৃতি কাঁচা মালগুলির । আগে বছরে আমাদের কাজ থাকত ছয় থেকে আট মাস । কিন্তু করোনার  জেরে বেশিরভাগ পুজো (Durga puja 2021)  বন্ধ থাকায় , এখন বছরে কাজ হচ্ছে মাত্র দু তিন মাস । " যে সমস্ত কারিগররা অন্য কাজ জানতো , তারা প্রতিমা তৈরি ছেড়ে সেই কাজেই মন দিয়েছে বলেও জানান তিনি ।
advertisement
advertisement
সেখানকার আরেক প্রতিমা শিল্পীর মুখেও শোনা গেল সেই একই বেদনার সুর । আগে ৩০ টিরও বেশি ঠাকুরের বরাত পেলেও , বর্তমানে ১৫  টির মতো প্রতিমা তৈরির বরাত পেয়েছেন তিনি ।  তবে তিনি আশা রাখছেন । সরকার সাহায্য করলে আগামী দিনে কিছুটা হলেও প্রতিমা ( Durga Idol) তৈরির অর্ডার বাড়তে পারে ।
advertisement
শান্তনু চক্রবর্তী
বাংলা খবর/ খবর/Local News/
Durga puja 2021 | Howrah News: বাড়তে পারে অর্ডার! আশায় কুমোরটুলির প্রতিমা শিল্পীরা 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement