Rash yatra 2021|| প্রাচীণ ঐতিহ্যবাহী পঁচেট গড় রাজ বাড়ির রাস উৎসবের শুরু, জানুন ইতিহাস...

Last Updated:

Bangla News: প্রায় ৫০০ বছরের পুরানো পঁচেটগড় রাজবাড়ির ঐতিহ্যবাহী রাস উৎসব। ইতিহাস ঐতিহ্য আর পরম্পরায়,একসময় এই রাস উৎসবের জাঁকজমক দুর্গোৎসবের চেয়ে কোন অংশে কম ছিল না।

পঁচেট গড় রাজবাড়ির কুল দেবতা কিশোর রাই জিউ
পঁচেট গড় রাজবাড়ির কুল দেবতা কিশোর রাই জিউ
#পটাশপুর: প্রায় ৫০০ বছরের পুরানো পঁচেটগড় রাজবাড়ির ঐতিহ্যবাহী রাস উৎসব। ইতিহাস ঐতিহ্য আর পরম্পরায়,একসময় এই রাস উৎসবের জাঁকজমক দুর্গোৎসবের চেয়ে কোন অংশে কম ছিল না। রাজপরিবারের বর্তমান বংশধরদের কথায়, ওড়িশার আটঘর এলাকার বাসিন্দা ছিলেন বাড়ির আদি পুরুষ কালামুরারি মোহন দাস মহাপাত্র। জগন্নাথ দেবের সামনে নিত্যদিন সঙ্গীত পরিবেশন করতেন তিনি। সেই সঙ্গীতেই মুগ্ধ হয়ে রাজা তাকে মন্দির পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। মন্দিরের পাশে পেয়েছিলেন জমি।
কালা মুরারি মোহন দাস মহাপাত্র পরবর্তী সময় জাহাঙ্গীর এর নজরে পড়ে যান। তাকে বাংলা, বিহার ও তাম্রলিপ্ত বন্দর পরিচালনার দায়িত্ব দেন মোঘল সম্রাট। কাজটি তিনি সূচারুভাবে করেন এবং পটাশপুর এলাকার খাঁড়ে বিশাল গড় নির্মাণ করেন তিনি। পরবর্তী সময়ে উদ্ধার হয় শিবলিঙ্গ। শিবলিঙ্গের চারপাশে বেনারস থেকে আনা আরো চারটি শিবলিঙ্গ বসানো হয়। ঐ শিবলিঙ্গ দিয়েই কালা মুরারি মোহন দাস মহাপাত্র তৈরি করেন পঞ্চেশ্বর মন্দির। ধীরে ধীরে পঞ্চেশ্বর নামটি প্রচার হতে থাকে। পঞ্চেশ্বর নাম থেকে বর্তমান পঁচেটগড়। এখানেই তিনি তৈরি করেন পঁচেটগড় রাজবাড়ি। শ্রী চৈতন্যদেব যখন পটাশপুর হয়ে পুরী গিয়েছিলেন তখন জমিদার বাড়ির সদস্যরা শৈব থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন। পরে জমিদার বাড়ির কুলদেবতা হিসেবে প্রতিষ্ঠিত হন কিশোর রাই জিউ। যাকে কেন্দ্র করে প্রতিবছর কার্ত্তিক পূর্নিমা থেকে শুরু হয় রাস উৎসব।
advertisement
পঁচেটগড় রাজবাড়ির রাস উৎসব এখন সর্বসাধারণের উৎসব। এই উৎসব ধর্ম সংস্কৃতি ও সামাজিক ঐক্যের এক অপার মিলন ক্ষেত্র। প্রতিবছর এই উৎসব উপলক্ষে মেলায় শুধু জেলা নয় জেলা ছাড়িয়ে পাশ্ববর্তী রাজ্য ওড়িশা থেকেও হাজার হাজার মানুষ ভিড় জমান। রাস উৎসবে প্রতি সন্ধ্যায় কিশোর রাই সহ কুড়িজন মহাপ্রভু বিগ্রহ মঞ্চে থাকেন। তবে রাতে ফের মূল মন্দিরে ফিরে আসেন কিশোর রাই।
advertisement
advertisement
মঙ্গলবার ২৩ নভেম্বরে দধি উৎসবের দিন পর্যন্ত প্রতিবারের মতোই ভোর থেকে রাত এগারোটা রাস মঞ্চে থাকবেন কিশোর রাই জিউ। রাস উৎসবকে কেন্দ্র করে শুরু হলো শুক্রবার ১৯ নভেম্বর, চলবে রবিবার ২৮ নভেম্বর পর্যন্ত। রাজবাড়ী বর্তমান সদস্য ফাল্গুনী দাস মহাপাত্র জানান, "ঐতিহ্যশালী পঁচেটগড় রাজবাড়ির কুল দেবতা কিশোর রাই জিউর রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনের অনুমতিক্রমে দশদিনের মেলায় ভিড় আটকাতে পর্যাপ্ত পুলিশ ও স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তায় গোটা মেলাচত্বরে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। এবছর মেলা হলেও সবটাই হবে কভিড বিধি মেনে। এবারও বসছে না সঙ্গীতের আসর। গেটের মধ্যে থাকছে স্যানিটাইজেশনের ব্যবস্থা। থাকছে মাস্ক বিতরণ।"
বাংলা খবর/ খবর/Local News/
Rash yatra 2021|| প্রাচীণ ঐতিহ্যবাহী পঁচেট গড় রাজ বাড়ির রাস উৎসবের শুরু, জানুন ইতিহাস...
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement