২৪ ঘন্টায় দেশের সঙ্গে পাল্লা দিয়ে জেলাতেও কমল সংক্রমণ, স্বস্তিতে জেলা প্রশাসন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
২৪ ঘন্টায় দেশের সঙ্গে পাল্লা দিয়ে জেলাতেও কমল সংক্রমণ, স্বস্তিতে জেলা প্রশাসন
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: ফের জেলাজুড়ে করোনা সংক্রমণের গ্রাফ কমল। এদিন জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই খবর। যার ফলে কার্যত স্বস্তিতে জেলা প্রশাসন। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দার্জিলিং জেলায় ১০২ জন করোনা সংক্রামিতের হদিস মিলেছে। সেখানে গত ২৪ ঘন্টায় ১২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
এদিকে, শিলিগুড়ি পুরনিগম এলাকায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৫ জন করোনায় সংক্রামিত হয়েছেন। অন্যদিকে, জলপাইগুড়ি জেলার অধীনে থাকা ওয়ার্ডগুলির ৩৩ জন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এছাড়া দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে ২৪ ঘন্টায় নতুন করে এক জন সংক্রামিত হয়েছে। তবে সুকনায় ১৫ জন, কার্শিয়ংয়ে তিন জন, মিরিকে ১১ জন, বিজনবাড়িতে আট জন করোনা সংক্রামিতের খোঁজ মিলেছে। অন্যদিকে, তাকদহে সাত জন ও সুখিয়াপোখরিতে গত ২৪ ঘন্টায় নতুন করে দু জন সংক্রামিতে খোঁজ মিলেছে। এছাড়া মাটিগাড়ায় ১২ জন, খড়িবাড়িতে এক জন, নকশালবাড়িতে ১৩ জন সংক্রামিত হয়েছেন। তবে ফাঁসিদেওয়ায় ২৪ ঘন্টায় নতুন করে করোনায় চার জন সংক্রামিতের খোঁজ পাওয়া গিয়েছে।
advertisement
অন্যদিকে, শুক্রবারের পর আজ শনিবারেও খানিকটা নিম্নমুখী দেশে দৈনিক করোনা সংক্রমণ। অন্যদিকে, স্বস্তি বাড়িয়ে কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, অ্যাক্টিভ কেসের সংখ্যা চার লক্ষ ৯৫ হাজার ৫৩৩। গতকাল সেই সংখ্যা ছিল পাঁচ লাখের ঊর্ধ্বে।
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৪৪ হাজার ১১১ জন। অন্যদিকে, করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৪৭৭ জন। মৃত্যু হয়েছে, ৭৩৮ জনের। গতকাল সেই সংখ্যা ছিল ৮৫৩।
advertisement
এখনও অবধি দেশে টিকা পেয়েছেন ৩৪ কোটি ৪৬ লক্ষ ১১ হাজার ২৯১ জন। আইসিএমআর-এর রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় লালা পরীক্ষা হয়েছে ১৮ লক্ষ ৭৬ হাজার ৩৬ জনের।
view commentsLocation :
First Published :
July 03, 2021 9:47 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
২৪ ঘন্টায় দেশের সঙ্গে পাল্লা দিয়ে জেলাতেও কমল সংক্রমণ, স্বস্তিতে জেলা প্রশাসন