হলুদ রঙের কচ্ছপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Last Updated:

ঘটনার পর সকাল হতেই বাঁকু বাগদি স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানান এবং তাদের তাদের মধ্যে এই কচ্ছপটি নিয়ে কৌতুহল শুরু হয়।

#বীরভূম : সাধারণত কচ্ছপের গায়ের রং যেমন হয়ে থাকে তার থেকে এদিন উদ্ধার হওয়া কচ্ছপটির গায়ের রং ছিল আলাদা। আলাদা বলতে গায়ের রং ছিল হলদেটে। আর এমনটা দেখেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে শুরু হয় কৌতুহল। তারা অনুমান করতে শুরু করেন কোন বিরল প্রজাতির কচ্ছপ নয়তো? যদিও পরে জানা যায় কচ্ছপটি কোন বিরল প্রজাতির অথবা অ্যালবিনো কচ্ছপ ছিল না, সেটি সাধারণ তিল কাছিম।
বুধবার ঘটনাটি ঘটেছে বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত চিনপাই গ্রামে। ওই গ্রামের বাঁকু বাগদি নামে এক ব্যক্তি গভীর রাতে তার বাড়ির উঠোনে এই কচ্ছপটি ঘুরে বেড়াতে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি তার ছেলেকে বলেন, কচ্ছপটিকে ভালো কোন জায়গায় রাখতে। যাতে করে কুকুর অথবা অন্য কোন প্রাণী বা মানুষের হামলায় তার কোনো ক্ষতি না হয়।
advertisement
ঘটনার পর সকাল হতেই বাঁকু বাগদি স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানান এবং তাদের তাদের মধ্যে এই কচ্ছপটি নিয়ে কৌতুহল শুরু হয়। পরে খবর দেওয়া হয় বনদপ্তরে। পাশাপাশি ঘটনার খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ ওই ব্যক্তিকে কচ্ছপটি থানায় দিয়ে যেতে বলেন। যাতে করে উদ্ধার হওয়া ওই কচ্ছপটির সঠিক ভাবে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া যায়।
advertisement
advertisement
কচ্ছপটি উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে এটি কোন বিরল প্রজাতির কিনা তা জানার জন্য বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাসকে একটি ছবি পাঠিয়ে তা নিশ্চিত করা হয়। ছবি দেখে দীনবন্ধু বিশ্বাসই জানান এটি কোন বিরল প্রজাতির অথবা অ্যালবিনো কচ্ছপ নয়। তবে তিনি ওই ব্যক্তি কচ্ছপটিকে উদ্ধার করে সুরক্ষিত রাখার যে পদক্ষেপ নিয়েছেন তাকে তিনি বেশ সদর্থক বলে জানিয়েছেন।
advertisement
প্রসঙ্গত, বন্যজীবদের লোকালয়ে প্রবেশের পর একাধিক জায়গায় তাদের উপর আক্রমণ চালানো, তাদের মেরে ফেলা ইত্যাদি নানান ঘটনা ঘটতে লক্ষ্য করা যায়। আর এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে এদিনের ওই ব্যক্তির এমন পদক্ষেপ প্রশংসনীয় বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
মাধব দাস
view comments
বাংলা খবর/ খবর/Local News/
হলুদ রঙের কচ্ছপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement