Birbhum: ফাঁস আন্তঃজেলা বাইক পাচার চক্র, গ্রেফতার দুই

Last Updated:
+
ফাঁস

ফাঁস আন্তঃজেলা বাইক পাচার চক্র, গ্রেফতার দুই

মাধব দাস, বীরভূম : বীরভূমের বিভিন্ন থানায় বিভিন্ন সময় মোটর বাইক চুরি যাওয়ার নানান অভিযোগ জমা পড়ে। সেই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশকে তদন্ত করতে লক্ষ্য করা যায় এবং বহু ক্ষেত্রেই সেই সকল চুরি যাওয়া মোটরবাইক উদ্ধারও করতে দেখা যায়। ঠিক সেই রকমই এবার এক আন্তঃজেলা মোটরবাইক পাচার চক্র বীরভূম পুলিশের হাতে এলো। গত দু'দিন ধরে অভিযান চালিয়ে বীরভূমের লাভপুর থানার পুলিশ লাভপুর থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে মোট নয়টি চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করতে সক্ষম হয়। এই নয়টি মোটরবাইক উদ্ধার করার পাশাপাশি এই পাচার চক্রের সঙ্গে যুক্ত দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার বোলপুর আদালতে পেশ করা হয় এবং পুলিশ তদন্ত চালিয়ে যাওয়ার জন্য ১৪ দিনের পুলিশি হেফাজত চায়। যদিও আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে ধৃত ব্যক্তিদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্র মারফত খবর পেয়ে লাভপুর থানার পুলিশ লাভপুর থানা এলাকার কুসুম গড়িয়া, বামনিগ্রাম, হিরাপুর, ফলগ্রাম, মৌগ্রাম ইত্যাদি জায়গায় অভিযান চালায় এবং সেই অভিযানের পরিপ্রেক্ষিতেই চুরি যাওয়া এই নয়টি মোটরবাইক উদ্ধার করা সম্ভব হয় এবং দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ধরনের মোটরবাইক পাচার চক্রের বিষয়টি সামনে আসে কাটোয়া থানার তরফ থেকে। সেখানে এই চক্রে একজনকে গ্রেফতার করে পুলিশ। এর পরেই কাটোয়া থানা থেকে বীরভূম পুলিশকে খবর দেওয়া হয় এবং বীরভূম পুলিশ খবর পেয়ে অভিযান শুরু করে। এই পাচার চক্রের সঙ্গে আরও দুজন পান্ডা রয়েছেন বলে জানিয়েছেন বোলপুরের এসডিপিও অভিষেক রায়। তাদের খোঁজ চালানো হচ্ছে। যেহেতু এই পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকা দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তাই সংবাদমাধ্যমের সামনে কারোর নাম প্রকাশ করেনি পুলিশ। চুরি যাওয়া মোটরবাইক উদ্ধারের ঘটনা এর আগেও বীরভূমের বিভিন্ন থানায় লক্ষ্য করা গিয়েছে। দুবরাজপুর, সিউড়ি সহ বিভিন্ন থানা এলাকা থেকে বীরভূম পুলিশ শতাধিক চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Birbhum: ফাঁস আন্তঃজেলা বাইক পাচার চক্র, গ্রেফতার দুই
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement